হ্যালো সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি আপনার স্মার্টফোনটি পরীক্ষা করে দেখবেন যে আসল নাকি নকল। তো চলুন শুরু করা যাক!
প্রথমে আপনার স্মার্টফোনের প্লেস্টোরে গিয়ে Antutu Officer টি ডাউনলোড করবেন। আর যদি ঝামেলা হয় অথবা নতুন ফোন কিনতে যান তাহলে সাথে করে antutu officer এপ টা নিয়ে যাবে অন্য ফোনে করে। তাহলে প্লেস্টোর লগিন ছাড়াই চেক করতে পারবেন না হলে লগিন ছাড়া তো এপ ডাউনলোড করতে পারবেন না।
এইবার আপনি আপনার কম্পিউটার অথবা অন্য যে একটা ফোন আছে সেইটাতে গুগল ক্রোম এ লিখুন http://www.y.antutu.com তাহলে দেখবেন একটা কিউয়ার (QR) কোড আসবে।
এইবার আপনার যে ফোনে Antutu Officer ডাউনলোড করছেন মানে যেইটা চেক করবেন আসল নাকি নকল, সেখানে ডাউনলোড করা এপ টা ওপেন করে Start এ ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার অন্য ফোন অথবা কম্পিউটারে যে কিউয়ার কোডটি আছে তা স্ক্যান করার জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে।
এইবার কম্পিউটারে প্রদর্শিত কোডটি স্ক্যান করুন। তাহলে দেখবেন কিছুক্ষন অপেক্ষা করার জন্য বলবে। কিছুক্ষন পরে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন।
এইবার দেখে নিন আপনার ফোনটি আসল কি না নকল। যাদের বুঝতে সমস্যা তারা টিউমেন্ট করে জানাবেন এবং ভিডিও টি ও দেখতে পারেন।
ফেইসবুকে ও মেসেজ দিতে পারেনঃ http://www.facebook.com/TechWorldTut
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!