আপনার সবাই হয়তো আমার মতো কম বেশি এইরকম সমস্যায় পড়েছেন যখব গুগল থেকে কিছু সার্চ করে কোন ফোরামে ঢুকি কিন্তু কিছু কিছু ফোরামে গেস্টদের জন্য ঐসব কনটেন্ট হিডেন করা থাকে,ফলে অনেকেই সামান্য কিছু ইনফরমেশন বা ডাটা বা সফটয়্যার বা গান বা মুভির জন্য রেজিস্ট্রেশন করতে চান না বলে বিরক্ত হয়ে ঐ ফোরাম বা সাইট থেকে বের হয়ে আসেন।এইবার এই সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে আমি এসে গেছি আপনাদের মাঝে এই মজার টিউনটি নিয়ে।
আমার এই টিউনটি মুলত ফায়ারফক্স ব্যাবহারকারীদের জন্যে করা(ফায়ারফক্স এর ১.০-৪.০ পর্যন্ত যেকোন একটি ভার্সন হলেই চলবে,এমনকি আপনার ফায়ারফক্স যদি পোর্টেবল ভার্শনের হয় তাতেও কোন সমস্যা নেয়),আর যারা অন্যান্য ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য আপাতত কোন সাহায্য করতে পারছিনা।যদি ভবিষ্যতে কিছু পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
বি:দ্র: আমি আমার প্রথম টিউনেই বলেছি আমি জিপি এর পি৬ ব্যাবহার করি বলে আমার পক্ষে স্ক্রিনশট আপলোড করা সম্ভব না(অনেকেই বলতে পারেন কত কেবি আর খরচ হবে?শুধু ছোট একটা উদহারণ দিয়ে বলি আমি টিউন আগে নোটপ্যাড এ লিখি,লেখা এবং সমস্ত এডিটিং শেষ হলে কপি করে টিটিতে গিয়ে শুধু পেষ্ট মারি,এতে আমার ৫০ কেবিও খরচ হয়না,সুতরাং আমার ২০০ কেবি শুধু একটা টিউনের স্ক্রিনশটের জন্যে খরচ করা ভালো হবে নাকি ৫০ কেবি করে ৪টা টিউন আপনাদের মাঝে শেয়ার করা ভালো হবে?আপনারাই ডিসিশান নিন।স্ক্রিনশট দিতে পারি নাই বলে সব কিছু যত বিস্তারিত লেখা যায় লিখলাম,
আশা করি সব এডভান্সড ইউজাররা আমার উপর চরম বিরক্ত হবেন,তবুও একটা কথা বলি জন্ম লগ্ন থেকেই আমরা এডভান্সড ছিলাম না,আমাদের সবকিছু হাতে কলমে ধরিয়ে শেখাতে হয়েছে,আমিও হয়তো হাতে গোনা গুটিকয়েক শিক্ষানবীশের জন্যে আপনাদের সবাইকেও সেভাবে শেখানো চেষ্টা করলাম।আশা করি আমার ভুল-ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আজকের জন্যে এখানেই শেষ করছি।ভাল থাকুন,সুস্থ থাকুন আর আপনাদের টিউন/কমেন্ট/প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন।শুভরাত্রি।
আমি আইটি গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে।