যেকোন সাইট বা ফোরামের হিডেন কনটেন্ট দেখুন রেজিস্ট্রেশন করা ছাড়াই

আপনার সবাই হয়তো আমার মতো কম বেশি এইরকম সমস্যায় পড়েছেন যখব গুগল থেকে কিছু সার্চ করে কোন ফোরামে ঢুকি কিন্তু কিছু কিছু ফোরামে গেস্টদের জন্য ঐসব কনটেন্ট হিডেন করা থাকে,ফলে অনেকেই সামান্য কিছু ইনফরমেশন বা ডাটা বা সফটয়্যার বা গান বা মুভির জন্য রেজিস্ট্রেশন করতে চান না বলে বিরক্ত হয়ে ঐ ফোরাম বা সাইট থেকে বের হয়ে আসেন।এইবার এই সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে আমি এসে গেছি আপনাদের মাঝে এই মজার টিউনটি নিয়ে।

আমার এই টিউনটি মুলত ফায়ারফক্স ব্যাবহারকারীদের জন্যে করা(ফায়ারফক্স এর ১.০-৪.০ পর্যন্ত যেকোন একটি ভার্সন হলেই চলবে,এমনকি আপনার ফায়ারফক্স যদি পোর্টেবল ভার্শনের হয় তাতেও কোন সমস্যা নেয়),আর যারা অন্যান্য ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য আপাতত কোন সাহায্য করতে পারছিনা।যদি ভবিষ্যতে কিছু পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।

  • ১)প্রথমে আপনারা আপনাদের ফায়ারফক্স ব্রাউজার থেকে এইখানে অথবা এইখানে(এইটি এই এডঅন এর মুল ডেভেলাপার এর সাইট ) যান।
  • ২)যদি আপনি প্রথম লিংকে ক্লিক করে ঢুকে থাকেন তাহলে "add to firefox" এ ক্লিক করুন।
  • ৩)আর যদি আপনি দ্বিতীয় লিংকে ক্লিক করে ঢুকে থাকেন তাহলে "download for firefox" এ ক্লিক করুন।
  • ৪)লক্ষ্য করুন ট্যাব বার এর নিচে "Firefox prevented this site (addons.mozilla.org) from asking you to install software on your computer" - এই রকম একটা মেসেজ দেখাবে।
  • ৫)উপরোক্ত লেখাটির সর্বডানে allow বাটন পাবেন,চোখ বন্ধ করে allow বাটনে ক্লিক করুন।
  • ৬)দেখবেন "Software Installation" নামে নতুন একটা window ওপেন হয়েছে।
  • ৭)এইবারেও চোখ বন্ধ করেই "Install" বাটনটি চাপুন।
  • ৮)ইনস্টল হওয়ার পরে আপনাকে ফায়ারফক্স ব্রাউজারটি রিস্টার্ট করার জন্যে বলবে।
  • ৯)কোন দ্বিধা না করেই রিস্টার্ট করুন।
  • ১০)রিস্টার্ট হওয়ার পরেই ফায়ারফক্স এর এডওন window তে আপনার নতুন ইনস্টলকৃত এডঅনটি দেখাবে।
  • ১১)এইবার Tools>Default User Agent>Search Robots>Googlebot 2.1 এ ক্লিক করুন।
  • ১২)এইবার যে সাইট বা ফোরামের হিডেন কনটেন্ট আপনি রেজিস্টার্ড ইউজার না বলে বা গেস্ট মুড এ আছেন বলে দেখাচ্ছে না সেইটি দেখার জন্যে
    ফায়ারফক্স এর address bar এ পেষ্ট করে এন্টার চাপুন।(অন্যান্য সাধারণ ওয়েবসাইট দেখার জন্যে যা করেন আর কি)
  • ১৩)হুররে আপনিও এখন যেকোন ওয়েবসাইটের এডমিন বা ফোরামের রেজিস্টার্ড ইউজার না হয়েও ওদেরকে কাচকলা দেখিয়ে ঐ ওয়েবসাইটের বা ফোরামের যেকোন হিডেন কনটেন্ট দেখতে পারেন বিনা ঝামেলায়।
  • ১৪)দেখা শেষ হলে এইবার আগের অবস্থায় ফিরে যেতে Tools>Default User Agent>Default User Agent এ ক্লিক করুন।
  • ১৫)এই পদ্ধতি কিছু সময় বিরতি দিয়ে ব্যাবহার করবেন কারণ গুগল নাহলে আপনার এহেন কাজকে illegal software activity হিসেবে গন্য করে আপনার আইপিকে সাময়িকভাবে ব্লক করে রাখবে।(অবশ্য এতে ঘাবড়ানোর ও কিছু নাই কারণ ঐ সময়ে আপনি গুগল এর কিছু ফিচার ব্যাবহার করতে পারবেন না।এর বাইরে আর কোন সমস্যা নাই।)

বি:দ্র: আমি আমার প্রথম টিউনেই বলেছি আমি জিপি এর পি৬ ব্যাবহার করি বলে আমার পক্ষে স্ক্রিনশট আপলোড করা সম্ভব না(অনেকেই বলতে পারেন কত কেবি আর খরচ হবে?শুধু ছোট একটা উদহারণ দিয়ে বলি আমি টিউন আগে নোটপ্যাড এ লিখি,লেখা এবং সমস্ত এডিটিং শেষ হলে কপি করে টিটিতে গিয়ে শুধু পেষ্ট মারি,এতে আমার ৫০ কেবিও খরচ হয়না,সুতরাং আমার ২০০ কেবি শুধু একটা টিউনের স্ক্রিনশটের জন্যে খরচ করা ভালো হবে নাকি ৫০ কেবি করে ৪টা টিউন আপনাদের মাঝে শেয়ার করা ভালো হবে?আপনারাই ডিসিশান নিন।স্ক্রিনশট দিতে পারি নাই বলে সব কিছু যত বিস্তারিত লেখা যায় লিখলাম,

আশা করি সব এডভান্সড ইউজাররা আমার উপর চরম বিরক্ত হবেন,তবুও একটা কথা বলি জন্ম লগ্ন থেকেই আমরা এডভান্সড ছিলাম না,আমাদের সবকিছু হাতে কলমে ধরিয়ে শেখাতে হয়েছে,আমিও হয়তো হাতে গোনা গুটিকয়েক শিক্ষানবীশের জন্যে আপনাদের সবাইকেও সেভাবে শেখানো চেষ্টা করলাম।আশা করি আমার ভুল-ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আজকের জন্যে এখানেই শেষ করছি।ভাল থাকুন,সুস্থ থাকুন আর আপনাদের টিউন/কমেন্ট/প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন।শুভরাত্রি।

Level 0

আমি আইটি গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে।

    আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য…

গ্রামীন ইউজ না করলেই পারেন । বাজে সারভিস। সুন্দর হয়েছে।

    আরিফ ভাই আপনি মনে হয় আমার টিউনটা ভালোভাবে পড়েন নি,এইখানে আইএসপি এর কোন দোষ নেই,আমি বলেছি কিভাবে আপনি কোন সাইটা বা ফোরামের গেস্টদের জন্যে হাইড করে রাখা কনটেন্ট রেজিস্ট্রেশন করা ছাড়াই পড়তে পারবেন।আপনি যেই আইএসপির ই সাবস্ক্রাইবার হন না কেন আপনাকে কোন আইএসপি এই সুবিধা কখনোই দিতে পারবে না।টেকটিউনসে রেজিস্ট্রেশন করা ছাড়াই যেকোন টিউন পড়া যায়,যদি না যেতো তাহলে কি গ্রামীন ইউজ না করে আপনি অন্য যেকোন আইএসপি ব্যবহার করে টেকটিউনসের যে কোন টিউন পড়তে পারতেন?ধন্যবাদ আপনাকে,আশা করব সামনে টিউন ভালো মত পড়ে তারপর কমেন্ট করবেন।

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর টিউনটির জন্য।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য…

টিউনতো ভাল হইতেছে,চালিয়ে যান।
তবে যাই বলেন স্ক্রিনশট কিন্তু টিউনের সৌন্দর্য বৃদ্ধি করে তাই পারলে হালকার উপরে দিয়ে দিবেন।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য আপনার জন্য রইল শুভকামনা।

    ভাই আপনার কথাই যুক্তি আছে,কিন্তু এইটা আমার কথা রইলো আপনাদের কাছে,আমি যখন আনলিমিটেড সার্ভিস আবার ব্যাবহার করা শুরু করব তখন থেকেই আপনারা আমার সব পোষ্টেই স্ক্রিনশট পাবেন।আর ভাই আপনি হচ্ছেন পুরা টেকটিউনসের সবার কাছের মানুষ,আপনার উৎসাহের/সুন্দর মন্তব্যের কারণে সব টিউনার সবসময় চেষ্টা করে ভালো কিছু টিউন করতে।সুতরাং বড়ভাই আপনার আদেশ অমান্য করি কিভাবে?

Level 0

sundor hosche apnar tune….chaliye jan

ভাই গ্রামীণ ইঊস না করলে কি ইঊস করবো @আরিফ

    স্ট্যাটিক আইপি যদি আপনার সমস্যার কারণ হয় তাহলে আপনার এরিয়ার লোকাল আইএসপি বা লোকাল ব্রডব্যান্ড সার্ভিস যারা দেয় তাদের সাথে কথা বলুন।আর যদি কিউবি এর ওয়াইমেক্স কানেকশন আপনার এরিয়াতে উপলভ্য হয় এবং আপনার কাছে টাকা কোন প্রবলেম না হয় তাহলে কিউবি এর সংযোগ নিন,কারণ আমার জানা মতে বাংলাদেশের জাতীয়ভাবে পরিচিত সব আইএসপি এর মধ্যে একমাত্র কিউবি ডায়নামিক আইপি দেয়।এইবার চোখ বন্ধ,বেছে নিন,ধন্যবাদ… 😀

ধন্যবাদ ভাল লাগলো

    আপনাদের জন্যেই তো সব করা,আপনাদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক,ধন্যবাদ আপনাকেও…

বেকুব ভাই, আপনার পাঙ্খা হইয়া যাইতাছি।
অহন আবার চেইতেন না।
ধইন্যা ধইন্যা।

    নারে ভাই আপনার উপর কেন চেতুম?কিছু বুজরুজি পাবলিকের উপর চেতি,যাই হোক আমার উপর পাঙ্খা না হইয়া এসি হন,এখনকার যুগে পাঙ্খার বেইল নাই।আপনাকেও ধইন্যা,ধইন্যা :D…

বেশ মজার এডঅনটির খোঁজ দেয়ায় আপনাকে ধন্যবাদ।

হুমমম। অনেক দরকারী একটা বিষয়। আমার কাজে লাগবে।

    ধন্যবাদ।আপনাদের কাজে লাগলেই নিজেকে ধন্য মনে করব…

Level New

excellent

টেকটিউনসে দেখেছি চরম এডভান্স ইউজাররাও বোকার মত কথা বললেও রাগ না করে অনেক ভাল ব্যবহার করে বুঝিয়ে দেন।
আপনার টেকটিউন্সে টিউনার হিসেবে আগমন সুন্দর হোক।

আমারও কজে লাগবে……ip change করে করলে তো কনো অসুবিধাই নেই
সুন্দর টিউনটা

    হুমম আইপি পরিবর্তন করলে কোন অসুবিধা নেই তবে আমার জানা মতে প্রক্সি সিলেক্ট এ যদি আপনি ভুল করেন তাহলে ব্রাউজিং এবং ডাউনলোড উভয় স্পিড ই কমে যাবে।সেক্ষেত্রে ম্যানুয়ালি পিং করে প্রক্সি সিলেক্ট করা ভালো।আশা করি বুঝতে পেরেছেন.ধন্যবাদ আপনাকে…

thanks vhaia……………..snapshot lagbe na………………

12 No. point ta ektu thik kore guchhie bolle valo hoy.
Thanks.

    ১২ নং পয়েন্টে বুঝাতে চেয়েছি সাধারণ ওয়েবসাইট ভিজিট করার জন্যে যা করেন তাই করুন।মানে এতক্ষণ আপনি যে সাইট বা ফোরাম দেখতে পারছিলেন না সেই লিংকটি এইবার আবার খুলুন।দেখবেন হিডেন কন্টেন্ট পড়তে পারছেন।আশা করি এইবার বুঝতে পেরেছেন।ধন্যবাদ…

হুম… ভাই তাইলে এসি বানাইয়াই ছারবেন … সুন্দর টিউন …

    আবার কয়,অস্তমিত গন্তব্য আপনাকে অনেক ধন্যবাদ…