কিভাবে গুগল কিওয়ার্ড রিসার্চ করে আপনার ইউটিউব ভিডিও এবং ওয়েবসাইটের ভিজিটর বাড়াবেন? সবচেয়ে সহজ পদ্ধতি এবং বিস্তারিত।

Level 2
Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

অনেকদিন থেকে টিউন করা হয়না, ব্যস্ততার কারনে। এতো ব্যস্ততার মাঝে একটু সময় নিয়ে এই টিউনটি লেখার চেষ্টা করেছি।এই টিউনটি লেখার উদ্দেশ্য হল যে, আমাদের কারো না কারো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আছে। আপনার ওয়েবসাইট কে প্রচার আর প্রসারের জন্য এসইও করতে হয়। আপনি যদি এসইও না করেন তাহলে কখনোই আপনার সাইট মানুষের দোরগোড়ায় পৌছাবেনা।

তাই এসইও করার জন্য আপনাকে সবার আগে #Google_keyword_Research করতে হবে। এখান থেকে সবচেয়ে বেশি সার্চ হওয়া কেওয়ার্ডটি নিয়ে আপনি টিউন লিখে তা প্রচার করবেন। আর আমরা সকলেই জানি যে, গুগল নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন। এখান থেকে অনেক ভিজিটর পেতে কেওয়ার্ড রিসার্চের গুরুত্ব অপরিসীম। আমি চেষ্টা করেছি এখান থেকে কিভাবে রিসার্চ করে আপনার ওয়েবসাইট বা ইউটিউব ভিডিওতে ব্যবহার করবেন।

আপনি যদি ভাল কিওয়ার্ড বাছাই না করতে পারেন তাহলে আপনি আপনার ভিডিওর কখনোই ভাল ভিউ পাবেন না। কারন একটা ভিজিটর সবসময় গুগলে সার্চ করে নির্দিষ্ট ওয়েবসাইটে যায়। আর এক্ষেত্রে যে সাইট সবার আগে থাকে সেইই সাইটেই সবার আগে ভিজিট করে। এক্ষেত্রে আমরা যদি ভাল কিওয়ার্ড বাছাই করতে পারি তাহলে আমরা গুগল থেকেই অনেক ট্রাফিক পাব, ইনশাআল্লাহ্‌।

এত কিছু আলোচনা করা এখানে সম্ভব না কারন কিওয়ার্ড রিসার্চ করতে অনেক সময় লেগে যাবে। এটা যদি ভিডিও আকারে উপস্থাপন করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন।
ভিডিও:

Level 2

আমি মোঃ জিল্লুর রহমান। Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Md.Zillur Rahman, born in 1991, is one of the first children of two children in a small family consists of five members. Born in a poor family, I face a very miserable condition from outset of my bringing up until maturity. Being a very depraved child in the poor family...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস