দেখুন অল্প টাকায় উচ্চ মানের একটি সি সি টিভি / ডি ভি আর যা দিয়ে পৃথিবীর যে কোন স্থান থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা যায় মোবাইল দিয়ে (ভিডিও টিউন)

হ্যালো সবাই,

আশা করছি টেকটিউনস পরিবারের সকলেই ভালো আছেন। সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজ  বেশ কিছু অতি প্রয়োজনীয় কাজের ভিডিও টিউন নিয়ে আসলাম। আশা করছি কম বেশি সকলের কাজে আসবে এবং ভাল লাগবে। এই ভিডিও তে আমি দেখাবো অল্প টাকায় উচ্চ মানের একটি সি সি টিভি / ডি ভি আর যা দিয়ে পৃথিবীর যে কোন স্থান থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা যায় মোবাইল দিয়ে।

সি সি টিভি / ডি ভি আর এর পরিচিতি (ভিডিও টি তে ভালো ভাবে দেখানো হয়েছে)।

Image result for value top dvr

ডিভাইস টি এন্ড্রয়েড ফোন, মাউস বা রিমোট এবং ওয়াইফাই দিয়ে খুব সহজেই ব্যবহার করা যায়। আশা করছি আমাদের সকলের কাছে আছে এবং যদি না থাকে তার পরেও সমস্যা নেই কারন খুব সহজে পাওয়া যায়। কাজের সুবিধার্থে বিস্তারিত ভিডিও তে দেখুন। সি সি টিভি / ডি ভি আর এর পরিচিতি। আমি এখানে Value-Top HD Video Security DVR 4/8 ch ব্যবহার করেছি।

অবশ্যই খেয়াল রাখবেন হার্ড ডিস্ক স্পেস  যত বেশি হবে তত বেশি  উচ্চ মানের ভিডিও সংরক্ষন করা যাবে এবং ক্যামেরা উচ্চ মানের দেখে কিনবেন, যদিও একটু দাম বেড়ে যাবে তবে ভালো মানের ভিডিও আউটপুট পাবেন।

বিঃ দ্রঃ সি সি টিভি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আরও বেশ কিছু ভিডিও দেখতে আমার সাথে থাকুন। মতামত দিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করতে সহায়তা করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাই ভিডিও টি দেখার জন্য।

শুভ কামনায়

সোহেল

Level New

আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai atar dam koto?

ডি ভি আর ৬০০০ থেকে ১২০০০ টাকা

vai mobile e dekher jonno best apps konta.