আপনার টিভি বা মনিটর কে বানিয়ে ফেলুন স্মার্ট টিভি এন্ড্রয়েড টিভি বক্স দিয়ে (ভিডিও টিউন)

হ্যালো সবাই,

আশা করছি টেকটিউনস পরিবারের সকলেই ভালো আছেন। সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজ  বেশ কিছু অতি প্রয়োজনীয় কাজের ভিডিও টিউন নিয়ে আসলাম। আশা করছি কম বেশি সকলের কাজে আসবে এবং ভাল লাগবে। এই ভিডিও তে আমি দেখাবো সহজে কিভাবে বানানো যায় সাধারণ টিভি বা মনিটর কে স্মার্ট টিভি বানানো। এই জন্য উপকরণ হিসাবে যা যা লাগবে

  • ১. যেকোনো ব্র্যান্ড এর টিভি বা মনিটর
  • ২. যেকোনো ব্র্যান্ড এর এন্ড্রয়েড টিভি বক্স (অবশ্যই প্রসেসর এবং রেম উচ্চ মানের হলে ভালো ফলাফল পাবেন)।
  • ৩. মাউস এবং কী বোর্ড (ইউ এস বি অথবা ওয়াই ফাই)।
  • ৪. ইন্টারনেট লাইন বা ওয়াই ফাই ইন্টারনেট।
  • ৫. এইচ ডি এম আই কন বাটার বা এস ভিডিও কেব্‌ল (পুরাতন টিভি অথবা এইচ ডি এম আই পোর্ট বিহীন মনিটর এর জন্য)
  • ৬. ফাইল রাখার জন্য আলাদা মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন।

আশা করছি আমাদের সকলের কাছে আছে এবং যদি না থাকে তার পরেও সমস্যা নেই কারন খুব সহজে পাওয়া যায়। কাজের সুবিধার্থে বিস্তারিত ভিডিও তে দেখুন।

এন্ড্রয়েড টিভি বক্স এর পরিচিতি (অবশ্যই প্রসেসর এবং রেম উচ্চ মানের দেখে কিনবেন) আমি এখানে MXQ pro 4K TV Box ব্যবহার করেছি।

এন্ড্রয়েড টিভি বক্স যুক্ত করা এবং ব্যবহার

মনে রাখবেন এন্ড্রয়েড টিভি বক্স টি প্রয়োজনে পাওয়ার দিবেন, সব সময় পাওয়ার না রাখলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। সম্ভব হলে টিভি বক্স এর নিচে কুলিং ফ্যান লাগিয়ে দিতে পারেন।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আরও বেশ কিছু ভিডিও দেখতে আমার সাথে থাকুন। মতামত দিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করতে সহায়তা করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাই ভিডিও টি দেখার জন্য।

শুভ কামনায়

সোহেল

Level New

আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai Price Koto?

Smart TV Box Can Get From BDT 3300-8000 From Any of Electronics or Computer Market

আচ্ছা এটা লাগালে কি মোবাইল এর মত টিভিতে আন্দ্রইদ অ্যাপ ব্যবহার করা যাবে ???

আমি যেটা ব্যাবহার করেছি সেটা ৪৫০০ টাকা