ফাস্টেস্ট ভিডিও ডিকোডার সফ্ট‌ওয়ার,স্লো পিসিতে/নেটবুকে হাই ডেফিনিশন ভিডিও প্লেব্যাক সমাধান এবং ভিডিও সম্পর্কে কিছু কথা

যারা আমার মত গরিব মানুষ অর্থাৎ যাদের পিসি আমার পিসির মত দুর্বল (পেন্টিয়াম 4, 512mB র‌্যাম) অথবা যারা কম শক্তি সম্পন্ন নেটবুক ব্যাবহার করছেন তাদের পিসিতে আমার এই পোস্ট আধুনিক (hd) বা হাই ডেফিনেশন ভিডিও চালাতে সাহায্য করবে।তাই বলে এটি যে শুধু slow পিসির জন্য তা নয়।এটি সবাই ব্যাবহার করতে পারবে। সাধারনত আমরা এখন যে মুভি বা মিউজিক ভিডিও গুলো পাই অনেক সময় দেখা যায় যে সেগুলো ভাল ভাবে চলছে না।কখনও দেখা যায় যে ভিডিও আটকে আটকে যাচ্ছে অথবা ভিডিও স্লো প্লে হচ্ছে,অথবা সাউন্ড ঠিক ই চলতেছে কিন্তু ভিডিও এক জায়গায় আটকে আছে।এটা হচ্ছে ,আপনার pc যে old হয়ে গেছে তার লক্ষন ।

ভিডিও সম্পকে কিছু কথা বলি।আমরা এখন সবাই কমবেশি 720p বা 1080p videoএই term গুলোর সঙ্গে পরিচিত।এগুলো আসলে এক একটি standrd dimension।যত বেশি dimension  এবংdata bitrate তত বেশি ভাল ভিডিও quality,,,এবং অবশ্যি সেটা বেশি জায়গা খাবে ।

আমরা তো এখন অনেক মুভি দেখি।দেখা যায় যে অনেক মুভির filename এর সাথে BR rip(blueray rip),DVD rip লেখা থাকে।একটু ভাবুন কয়েক গিগাবাইট এর মুভি কে quality distorsion ছাড়ই rip করে মাত্র কয়েকশত মেগাবাইট এর মধ্যে ধরে ফেলা হচ্ছে।  mkv ফরম্যট এর সাথে তো সবাই পরিচিত...কম যায়গা ভাল প্রিন্ট।

আসলে কম জায়াগা ভাল প্রিন্ট এই theroy এর পেছনের জিনিস হল video compression.আর compression algorithm কে বলে codec.আর আমরা যে এত সুন্দর প্রিন্টের ছবি এত কম আকারের মধ্যে পাই তার পেছনে আসলে কিন্তু দায়ী এই codec.আর সবচেয়ে আধুনিক codec এর নাম হল H.264 . এটাকে MPEG-4 Part 10 অথবা AVC (Advanced Video Coding) ও বলা হয়ে থাকে।এটি অবশ্যি সবাই শুনে থাকবেন।

h264 বা avc এই codec টি অত্যন্ত জটিল।তাই আমরা যখন এই video গুলা pc তে চালাই তখন আমাদের cpu কে অনেক বেশি কাজ করতে হয়। কারন এই video গুলোকে decode করতে machine কে এক্তু বেশি খাটতে হয়।যদি আপনার pc  যথেস্ট powerfull না হয় তাহলে ...video এর dimension বাড়ার সাথে সাথে video আটকিয়ে যাওয়ার সম্ভাবনা ও বেড়ে যাবে।

এখন আসি সমাধানে।আমাদের বহুল পরিচিত প্লেয়ার গুলো (kmplayer,vlc player,mediaplayer classic ইত্তাদি )তাদের নিজেদের ডিফল্ট decoder ব্যাবহার করে। এইinternal decoder গুলো ভাল quality দেয় কিন্তু প্রচুর প্রসেসর ,র‌্যাম ব্যাবহার করে।এখানেই ত আমাদের সমস্যা । তবে মজার ব্যাপার হল আমরা সহজেইkmplayer এবং media player classic এ external decoder ব্যবহার করতে পারি।

আমার main focus এ আসি। core avc নামে একটি decoder আছে যা আমাদের স্লো পিসির জন্য আশির্বাদ ।এর বিশেষ technology অনেক কম processor ,ram ব্যবহার করে H.264/avc ভিডিও চালাতে পারে। এটা আমি নিজে use করছি,তাই সংসয় এর কিছু নেই। তবে এই জিনিসটি free না।আপনাকে এটি পেতে হলে প্রায় ১০ ডলার গুনতে হবে।আপনার যদি প্রচুর টাকা থাকে তাহলে এখানে যান এবং কিনুন।

ভয় পাইয়েন না ,তবে আমার মত গরিব মানুষরা এখানে যান।ডাউনলোড করার পর এটি install করুন।তারপর serial key দিয়ে এটাকে activate করুন।।install করার সময় এখানকার টিক চিহ্ন (নিচের চিত্র) রাখতেও পারেন নাও রাখতে পারেন ।আপনার ইচ্ছা।

তারপর নিচের step গুলো অনুসরন করুন।

Start menu  তে programmes মেনু থেকে CoreCodec >CoreAVC professional edition>Configure coreAVC এ যান।

নিচের ছবির মত করার জন্য যা যা করা লাগে করুন।

এবার আপনার media player classic খুলুন। না থাকলে এখানে যান এবং ডাউনলোড করুন এবং install করুন।

এবার MEDIA PLAYER CLASSIC এর অপশন এ যান এ যান নিচের মত।

তারপর external filters এ যান।তারপর add filter দিন । ঠিক নিচের prefer বাটনটি select না করা থাকলে select করে দিন।

তারপর খুজে বের করুন coreavc video decoder .এটিকে add করুন।অন্য কোন কিছু add করার দরকার নাই।আমার এখানে যতগুলো external filter লিস্টেড আছে আপনার নাও থাকতে পারে।ঘাবড়াবেন না।

এরপর output অপশন এ যান।দেখুন direct show video কে system default দেওয়া আছে কিনা।না দেওয়া থাকলে select করে দিন।

আমাদের কাজ শেষ ।এবার OK বাটন টি চেপে বেড়িয়ে আসুন।এখন আপনার media player classic এ hd ভিডিও আরও smoothly চলবে।

আমি এখন একটি comparision দেখাব।একটি most popular decoder "ffmpeg" এবং core avc এর মদ্ধে। vlc বা অন্য media player গুলোর decoder ও ffmpeg এর মতই ।তাই আমি এটাকে prefer করেছি।নিচে দেখুন

kmplayer তেও core avc যোগ করা যায়।এটা যদি ভাল লাগে তাহলে জ়ানাবেন,kmplayer এ কিভাবে add করতে হয় লিখব।ভাল থাকুন সবাই।

Level 0

আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে টিউন টা , ভিডিও সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন । ধন্যবাদ এই সুন্দর টিউন এর জন্য ।

    আপনাকে অনেক ধন্যবাদ।

অসাধারণ টিউন হয়েছে। এমন টিউন আরও পাবো বলে আশা করি।

    ধন্যবাদ শাহাদাত ভাই।

Level 0

ধন্যবাদ! জ্বি ভাই, বলে দিন কেএম এ কিভাবে এড করব…

জটিল……………… হয়েছে ভাই। HD গান সুনতে অনেক সমস্যা হত তা মোটামুটি সমাধান পাওয়া গেল!

প্রতিদিন আয় করুন আর প্রতিদিন $$ (ডলার) বুঝে নিন

ধন্যবাদ- তবে কে এম এর টাও এক টু বললে ভাল হত।

এটা কি গেম খেলার জন্য কোন কাজে আসবে ? ধন্যবাদ আপনাকে ।

    না ভাই,এটা শুধু x264 video playback এর জন্ন।আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

“অসাধারন লেখা, অসাধারন টিউন”
ধন্যবাদ সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য

    অনেক ধন্যবাদ ।ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম

ভাই অসাধারন।KM টার কীভাবে করবো

বেশ ভালই বুঝাইছেন । ধন্যবাদ।

    আপনাকেও অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর ভাবে টিউনটি উপস্থাপন করেছেন আপনার সুন্দর লেখনির মাধ্যমে,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    আপনাকে অনেক ধন্নবাদ।

Level 0

অসাধারণ টিউন ধন্যবাদ।

কি ভাবে ধন্যবাদ জানাবো আপনিই বলে দিন……..

    আপ্নারা কস্ট করে পড়েছেন …এটাই আমার সবচেয়ে বড় ধন্যবাদ

আমারে ভাই বলাতে আমি রাগ করেছি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার উপস্থাপনা ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।

amar kaje lagbee

Level 0

আপনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে । আমার জানা মতে, Codec শব্দটি এসেছে COder এবং DECoder এই দুটি শব্দ থেকে অথাত্‍ CO+DEC=Codec । আর Codec এর সম্পর্ক Coder এবং Decoder এর সাথে । ভুল হলে ঠিক-টি জানাবেন ।

ভাই নতুন করে লিংক দিবেন? ডাউনলোড হচ্ছে না।