নতুন করে OS (Operating System) দিলে ফায়ারফক্স কে আগের মতো সজাতে অনেক বেগ পেতে হয়, না হলে অন্য সফটওয়ার এর সাহায্য নিতে হয় । তারপর কিছু কমতি রয়েই যায় ।
আমি যেভাবে কোন সফটওয়ার ছাড়া ব্যাকআপ রাখি ,
প্রথম ফায়ারফক্স ওপেন করুন , Help মেনু থেকে "Troubleshooting Information" ক্লিক করুন , Troubleshooting Information উইন্ডো আসবে , এখানে আপনার ফায়ারফক্স এর সাধারন তথ্য পাবেন । "Profile Directory" পাশে "Open Containing Folder" বাটন এ ক্লিক করুন, নতুন একটি ফোল্ডার ওপেন হবে, আর এ ফোল্ডার এ যাকিছু আছে তাই আপনার ফায়ারফক্স এর যাবতিয় অ্যাড অন্স, বুক মার্কস, কুকিস এমন কি আপনার ব্যক্তিগত সব ধরনের তথ্য ।
এই ফোল্ডার এর সব কিছু আন্য কোথাও সেভ করে রাখুন, এটাই আমার ব্যাকআপ । আবার যখন ফায়ারফক্স নতুন করে ইন্সটল দেবেন অথবা ফায়ারফক্স এ ঝামেলা হলে "Profile Directory" সব কিছু ডিলিট করে ব্যাকআপ এর সব ফাইল এখানে পেস্ট করে দিলেই আবার আগের মোত ফায়ারফক্স কে ফিরে পাওয়া যাবে
আমি আলফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল, ধন্যবাদ।