এ টিউনটি হয়তো আপনাদের অনেকেরই জানা আছে ।যারা জানেন না তাদের জন্য এই টিউন।Youtube থেকে সাধারণত আমরা ভিডিও ফাইল দেখি ও ডাউনলোড করি।কিছু ফাইল আছে যেগুলোর শুধুমাত্র অডিও প্রয়োজন ভিডিও এর ততটা প্রয়োজন নেই।
যেমনটা আমার গতকাল হয়েছে।দুজন বক্তার তর্ক শুনছিলাম ডাউনলোড করার সময় দেখি অনেক বড় ।কিন্ত আমার ভিডিও দেখার তেমন প্রয়োজন নেই শুধু অডিও আকারে ডাউনলোড করলেই হবে ।তখন এই সাইটে গিয়ে লিংক প্রবেশ করে তাকে অডিওতে কনভার্ট করার পর ডাউনলোড করলাম।
ফলে ফাইলটার আকারও অনেক কমে আসলো।
যেমন ভিডিও ফাইল যেটা ১৮মেগাবাইট সেটা ৪মেগাবাইট-এ নেমে আসলো। এই ওয়েবসাইটে Standard কোয়ালিটি এবং High Quality উভয় ফরম্যাটে নামানো যাবে। তবে আমি দেখেছি High এর চেয়ে Standard ই ভালো।কারণ এতে ফাইলের মানের তেমন পরিবর্তন হয় না বরং আকার কমে আসে।
ওয়েবসাইটটির ঠিকানা:
http://www.listentoyoutube.com/
তবে এর চেয়েও অন্যকোন পন্থা থাকতে পারে।তবে আমি জানি না। আপনারা যারা জানেন শেয়ার করেন।
আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am shahadat from RUET. I am so simple.
amar ai tune ta dorkar chillo