আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আজ একটি ছোট ও সহজ টিউন নিয়ে এসেছি। আমার ধারণা সবাই এটি জানেন । তারপরও যারা জানেন না তাদের জন্য এই টিউনটি করছি।
আমরা Windows 7 এ দেখেছি এর Shut Down মেনুতে চারটি অপশন থাকে কিন্তু XP তে তিনটি অপশন থাকে। যে অপশনটি কম থাকে সেটি হল Hibernate অপশন। আজ আমরা দেখব এই অপশনটি কিভাবে XP'র Shut Down মেনুতে যুক্ত করা যায়।
Hibernate অপশনটির কাজ হল পিসির সকল প্রোগ্রাম চালু রেখেই পাওয়ার অফ করে দেয়া। তার মানে আপনি যদি পিসি Hibernate করেন তাহলে আবার যখন পিসি অন করবেন তখন যে প্রোগ্রামগুলো চালু ছিল সেই প্রোগ্রামগুলো সেই অবস্থা থেকেই চালু হবে।
চলুন ছবির মাধ্যমে Hibernate করি...
১। Control Panel> Power options এ যান।
2. Power Option Properties window থেকে Hibernate এ ক্লিক করুন
৩। Enable Hibernate এ টিক দিন তারপর Apply করুন।
৪। তারপর Advanced থেকে When I Press Power button on my computer এর নিচের মেনু থেকে Hibernate select করুন। এটি করার ফলে আপনি যখন পিসি চালু অবস্থায় Power Button চাপবেন তখন পিসি Hibernation এ চলে যাবে।
৫। এখন Apply করে Ok করে বের হয়ে আসুন।
এবার Start মেনু থেকে Shut Down মেনু ওপেন করুন। মনে মনে ভাবছেন কি করলেন ভাই সেই তিনটি অপশনই তো আছে । এখন Shift বাটনে চাপ দেন তো। কি
Hibernate অপশন পেয়েছেন?
সবাই ভালো থাকেন । আল্লাহ হাফিজ।
আমি এ এম আরাফাত হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ!