নিজেদের বন্ধুদের নিয়ে গড়ে তুলেন নিজের প্রাআইভেট IRC চ্যাট রুম

আস্‌সালামুয়ালাআইকুম বন্ধুরা। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভাল আছি।
আজকে আমরা IRC Chat এর  সাথে পরিচিত  হতে যাচ্ছি। এর পুরা নাম হচ্ছে Internet Relay Chat। এটি খুব সিকিওর (Secure) চ্যাট করার একটি মাধ্যম।
আমরা আজকে সিখব কিভাবে IRC চ্যাট এর জন্য Username রেজিস্টার করতে হয় এবং কিভাবে IRC গ্রুপ রেজিস্টার করতে হয় ও কিছু জনপ্রিয় IRC ক্লাইন্ট এর নাম
এখন পৃথিবী তে  সবচাইতে জনপ্রিয় IRC সাইট এর নাম হচ্ছে - FREENODE.NET
আমরা আজ এই সাইট এ একটি Nickname ও Groupname register করা সিখব

 

steps-

 

১)প্রথমে browser এ করে webchat.freenode.net এ জান। এই  ওএবসাআইট ট্টি দেখতে পাবেন;

২)তারপর Nickname  Option এ  আপনার পছন্দের একটি নাম লিখে  এন্টার করুন। আমি দিয়েছি ondhozibon - as an example. Captcha টা পুরন করবেন।
৩)তারপর এন্টার করলে এই রকম একটা পেজ আসবে;৪) তারপর নিচের Chatbox এ এইটা লিখবেন- /msg NickServ REGISTER password  [email protected] এখানে পাসওয়ার্ড এর জাইগাই আপনার পছন্দের একটি পাসওয়ার্ড এবং ইমেইল এরর জাইগায় ইমেইল দেন ও এন্টার করুন।


OPTIONAL-৪.১)যদি আপনার নামটা আগে থেকেই registered থাকে তাহলে এইটা লিখেন- /nick newnick। newnick এর জাইগায় আপনার নতুন নাম দেন.

৫)আপনার দেওয়া ইমেইল নম্বরে একটি Verification ইমেইল গেছে। দেখতে অনেকটা  এইরকম লাগবে। সেইখানে নিচের ছবির মত লাল দাগ দিয়ে  মারকিং করা লেখা থাকবে সেখান থেকে লেখা টি কপি করে chatbox এ  পেস্ট করে এন্টার করুন  ;

৬)আপনার নাম যেন অন্নকেও পুনরায় ব্যবহারর করতে না পারে সেইজন্য এই কমান্ড টি লেখে এন্টার করুন- /msg NickServ SET ENFORCE ON

 

আপনার নাম এখন রেজিস্টার হয়ে গেছে। আপনি আবার যখন এই  নামে দিয়ে ঢুকবেন তখন জেকনে নাম নিয়ে webchat.freenode.net এ ঢুকেন এবং chatbox এ লিখেন -     /msg NickServ IDENTIFY nick password
nick এর জাইগায় আপনার রেজিস্টারক্রীত নাম ও password এর জাইগায় আপনার নামে দেওয়া পাসওয়ার্ড দিবেন।

আমাদের অরধেক কাজ শেষ। এখন আমাদের Channel Register  করতে হবে।
১)এখন আপনি আপনার নাম দিয়ে ঢুকবার পর এই কমান্ড টি দেন- /join #channelname এখানে channelname এর জাইগায় আপনার চ্যানেল এর নাম দেন যেইটিকে আপনি রেজিস্টার করতে চান। # চিহ্ন টি মেতাবেন নাহ।
২)তারপর এইটা লিখেন - /msg ChanServ REGISTER #channelname এখানে channelname এর জাইগায় আপনার চ্যানেল এর নাম দেন। # চিহ্ন টি মেতাবেন নাহ।
3)কাজ প্রায় শেষ এখন খালি আপনার চ্যানেল এর সুরক্ষা ব্যাবস্থা করা লাগবে যেন চ্যাআনেল্টি না হারায়। এই কমান্ড তি দেন - /msg ChanServ SET #channelname GUARD ON

আমাদের সব কাজ শেষ। #techtunes চ্যানেল টি এখন সবার জন্য উন্মুক্ত। ধন্ন্যবাদ।

Level 0

আমি শাদমান সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হেলো বন্ধুরা।আমি সাকিব।আমার সালাম গ্রহন কর। আমি কেবল্মাত্র Techtunes Join করেছি।আমি একজন Security Resercher এবং ১ বছর জাবত Hacking করছি।আমি জতদুর জানি Hacking রেলাটেড টিউন দিব শিক্ষার কোন সেষ নাই।Still I'm learning


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস