আস্সালামুয়ালাইকুম বন্ধুরা। আমার নাম সাকিব।আসা করি আআপনারা সবাই ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এইটাই আমার প্রথম টিউন। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।
আজকে আমি যেই সফটওয়ারটির ব্যাপাররে লিখছি সেই সফটওয়ারটি খুবই কাজের। এই সফটওয়ারটি দাঁরা আমরা সহজেই যেকোনো গান এর ভেতোরে যেকোনো ফরম্যাটের ফাইল লুকাতে পারব।
এই প্রক্রিয়া-কে বলা হয় Steganography (স্টেগানোগ্রাফি)। একটি ফাইল এর ভিতরে অন্য একটি ফাইল লুকানকে বলা হয় Steganography। আমি Steganography রিলেটেড সব ব্যাপার নিয়ে পরে একটি টিউন করব।
এখন মেইন সফটয়ার এর কথায় আসা যাক। সফটয়ারটির নাম হল Deep Sound
আপনারা Deep Sound এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটয়ারটি ডাউনলোড করতে পারবেন- the link of the website
ডাউনলোড করার পর সফটয়ারটি ইন্স্টল করুন। ইন্স্টল করাআ খুব সহজ তাই ডিটেইলস এ আর লিখলাম নাহ।
ইন্স্টল করা হয়ে গেলে আপনি এখন ফাইল হাইড করা শুরু করতে পারবেন।
নিচের স্টেপ গুলা ফলো করে আপনারা ফাইল হাইড করতে পারবেন;
১)ইন্স্টল করা হয়ে গেলে সফটয়ার টি সওপেন করুন।
২)সফটয়ার টি ওপেন করলে এই UI টি দেখতে পাবেনঃ
৩) এখন Open Carrier Files এ ক্লিক করে যেই গানগুলোর মদ্ধে ফাইল গুলা লুকাবেন/হাইড করবেন সেগুলো সিলেক্ট করুন এবং Enter ক্লিক করুন। দেখতে অনেকটা এইরকম লাগবেঃ
৪)তারপর Add secret files এ ক্লিক করে জেই ফাইল গুল হাইড করবেন সেইগুলো সিলেক্ট করুন। ঃ
সিলেক্ট করা হলে নিচে সিলেক্ট করা ফাইল গুলো দেখাবে।
৫)তারপর Encode Secret Files এ ক্লিক করুন তাহলে এই Window টা আসবেঃ
এখন আপনি আবারো Encode Secret Files এ ক্লিক করলে আপনার ফাইল গুলো হাইড হয়ে যাবে।
Optional- আপনারা ইচ্ছা করলে ফাইল এ পাসওয়ার্ড ও দিতে পারবেন। পাসওয়ারডটি হচ্ছে ২৫৬ বিট aes, এই টাইপ এর পাসওয়ার্ড ক্র্য্যাক করা খুব কঠিন।এর ফলে আপনার হিডেন ফাইল আরো Secure হয়ে যাবে।
আমাদের এখন ফাইল গুলো হাইড হয়ে গেছে।হাইড করা ফাইল গুলো Documents Folder এ জমা হবে।ফাইল টার সাইজ হবে 41.2 মেগাবাইট বা এর বেশি
এখন আমরা দেখব এই ফাইল গুলো কিভাবে unhide করব। নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
১)আবারো Open Carrier File এ ক্লিক করে হিডেন গান টি সিলেক্ট করুনঃ২)এরপর Extract Secret File এ ক্লিক করুন।ঃ
৩) এখন OK করলে হিডেন ফাইল গুলো Documents Folder এ extract হয়ে যাবে।
ধন্যবাদ বন্ধুরা। আশাকরি আপনাদের টিউন-টি ভাল লাগ্ল। এইটা আমার প্রথম টিউন তাই কনো প্রকার এর ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই জানাবেন ও আমাকে ভুল গুলো শুধরানোর সুজগ দিবেন।
আল্লাহ হাফেয।
আমি শাদমান সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হেলো বন্ধুরা।আমি সাকিব।আমার সালাম গ্রহন কর। আমি কেবল্মাত্র Techtunes Join করেছি।আমি একজন Security Resercher এবং ১ বছর জাবত Hacking করছি।আমি জতদুর জানি Hacking রেলাটেড টিউন দিব শিক্ষার কোন সেষ নাই।Still I'm learning
Nice post Bro.