আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন বছরের এটা আমার প্রথম টিউটোরিয়াল। জানিনা কেমন হয়েছে, আশা করি অনেকেই উপকৃত হবেন। আমার মত যারা ফাইল ট্রান্সফারের জন্য ভাইরাস এটাক্টের ভয়ে অথবা ফোনটাকে বেশী সুরক্ষিত রাখার জন্য কখনো কারো কম্পিউটারে ইউএসবি কানেক্ট করাতে চাননা তাদের জন্য সেরা টিউটোরিয়াল এটি। ইউএসবি ক্যাবল ব্যবহার করলে আপনার চার্জিং পোর্টে ও প্রবলেম হতে পারে এ জন্য আমরা ইউএসবি ব্যবহার করতে চাইনা। এখানে ছোট একটা ভিডিও এর মাধ্যমে তিনটি সিষ্টেমে ফাইল ট্রান্সফার শিখতে পারবেন।১। ই এস ফাইল এক্স প্লোরার অ্যাপ ব্যবহার করে, ২। ওয়েব পিসি সুইট অ্যাপ ব্যবহার করে। ৩। টিম ভিউয়ার হোস্ট অ্যাপ ব্যবহার করে। অনেকেই আগে থেকে সিস্টেম গুলি অনেকেই জানতেন, যারা জানতেননা তাদের জন্য আমার এই টিউটোরিয়াল। যদি বুঝতে কোন প্রবলেম হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। তাহলে আজ এই পর্য্ন্তই। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।
অনেক কথা হলো চলুন ভিডিওটি দেখে নেই।
আমি মোঃ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dear brother…thanks for your tune…may i request to you,, the system…how can ? plz send details write…or send your contact. no..my one u can save..+6287894131675(imo) thanks lot.