আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি ভাল। আমি মঈন উদ্দিন। আজ অনেকদিন পর আপনাদের জন্য আবার টিউন লিখতে বসেছি। আশা আপনারা সবাই মাইক্রোসফটের নতুন অপারেটিং সিসেষ্টম Windows 10 সম্পর্কে জানেন।Windows 10 খুব ভাল একটি অপারেটিং সিস্টেম।
তবে এর অনেক সমস্যা রয়েছে। যেমন : যারা Windows 10 ব্যবহার করেন তারা জানেন Windows 10 এ ইন্টারনেট পেলে Automatic Update হয়ে যায়। আর আমরা বাংলাদেশে যারা Windows 10 ব্যবহার করি তাদের ৯৯% ঐ পাইরেটেড কপি ব্যবহার করি ।
ফলে যদি Windows 10 আপডেট হয় তাহলে আমাদের Windows টি লাইসেন্স পাইরেটেড সেটা ধরা পড়ে। আর আরেক অসুবিধা হচ্ছে Windows 10 আপডেট হতে অনেক ইন্টারনেট ডাটা খরচ হয়। সুতরাং এই কারণে অনেকের অনিচ্ছা সত্তেও Windows 10 আপডেট হয় যায়। তাই আপনাদের জন্য আমি আজ লিখছি কিভাবে Windows 10 এ Automatic Update বন্ধ করতে হয়।
বলে রাখা ভাল Windows 10 এ অন্যান্য অপারেটিং সিসেষ্টের মত Control Panel থেকে Windows Update বন্ধ করা যায় না, Windows 10 এ Windows Automatic Update বন্ধ সম্পূর্ণ manually করতে হয়।
ভিডিওতে দেখুন কিভাবে Windows 10 এ Windows Automatic Update বন্ধ করবেন :
ভিডিও টিউটোরিয়ালের মত সম্পূর্ন পদ্ধতি অনুসরণ করুন। তবুও যদি বুঝতে সমস্যা হয় টিউনমেন্টের মাধ্যমে জানান, আগামী টিউনে দেখাব কিভাবে Windwos 7,8 & 10 অ্যাক্টিব করবে ।
সবাই টেকটিউনসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
আমি মঈন উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।