আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
আজকে আমি যে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা পিসিতে ওয়াইফাই হটস্পট চালু করবেন কোন প্রকার সফটওয়্যার এর ব্যবহার ছাড়াই। শুধু মাত্র CMD এর কিছু কোড ব্যবহার করে আপনি কাজটি করতে পারবেন।
চলুন শুরু করি
স্টেপ ১ঃ
প্রথমে স্টার্টে ক্লিক করে টাইপ করুন "CMD" এবার cmd.exe আইকনের উপরে রাইট ক্লিক করে "Run as administrator" এ ক্লিক করুন।
স্টেপ ২ঃদেখতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ হটস্পট সাপোর্টেড কিনা
আপনি ওয়াইফাই হটস্পট তৈরি করতে চান . প্রথমত আপনার মেশিন হোস্ট নেটওয়ার্ক মোড সমর্থিত কিনা পরীক্ষা করতে হবে। এজন্য কমান্ড স্ক্রিন এ নিচের কোডটি লিখুন
netsh wlan show drivers
আপনি যদি হোষ্ট সাপোর্টেড হোন তাহলে Hosted network supported : Yes খুজে পাবেন। তারপর আপনি ওয়াইফাই হটস্পট তৈরি করতে পারবেন।
স্টেপ ৩ঃ ওয়াইফাই হটস্পট তৈরি
এখন ওয়াইফাই হটস্পট তৈরি করার জন্য নিম্নোক্ত কমান্ডটি টাইপ করুনঃ
netsh wlan set hostednetwork mode=allow ssid=Name key=8CharacterKey
এখানে "Name" এর যায়গায় আপনার পছন্দ মত নাম এবং "key" এর যায়গায় ৮ ক্যারেক্টার এর পাসওয়ার্ড দিবেন।
এই cmd কমান্ড দ্বারা ওয়াই ফাই হটস্পট শুরু: netsh wlan start hostednetwork
স্টেপ ৪ঃ যদি নেটওয়ার্ক এক্সেস বা ইন্টারনেট এক্সেস না পান তবে নিচের স্টেপ ফলো করুন->
Control Panel --> Network and Internet --> Network and Sharing Center
ইন্টারনেট সংযোগ উপর ক্লিক করুন আপনি যে কানেকশন শেয়ার করতে চান (ব্রডব্যান্ড সংযোগ)
এবার Properties --> Sharing Tab-->Check Allow other network users to connect through this computer's internet connection.
এবং ড্রপ ডাউন তালিকা থেকে আপনার virtual adapter এর (ওয়াইফাই হটস্পট এর) সংযোগ নির্বাচন করুন।
এবার আপনি আরামে আপনার হটস্পট কানেকশন চালাতে পারবেন অন্য ডিভাইসে 🙂 🙂
না বুঝলে ভিডিওটি দেখুনঃ
আমি আরাফ লায়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।