আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
হাজির হলাম আমার প্রথম টিউন নিয়ে। চিন্তা করেনতো আপনার বন্ধুর কম্পিউটারে এমন একটি ট্রিক্স খাটালেন যাতে আপনার বন্ধু একটি ফাইলে ক্লিক করার সাথে সাথে তার কম্পিউটার তার কোন অনুমতি ছাড়াই বন্ধ হয়ে গেলো। কত মজাই তাই না ? চলুন তাহলে শুরু করি। এই ট্রিক্স টা অনেকেই জানেন বা অনেক পুরানো কিন্তু অনেকেই এখনো এইটা জানেন না। যারা জানেন না তাদের জন্য এই টিউন টি।
১। প্রথমে আপনার ডেস্কটপ এ মাউস এর রাইট ক্লিক করে নিউ এ যাবেন এবং এরপরে শর্টকার্ট এ যাবেন।
২। নিচের কোডটি বক্স এ লিখুন। (-t হলো কত সময় পরে কম্পিউটার বন্ধ সময় হবে(সেকেন্ড হিসাবে দিবেন) এবং -c হলো আইকন এ ক্লিক করলে কি লিখা আসবে)
৩। এখন ফাইলটির যেকনো একটি নাম দিয়ে ফিনিশ করুন।
ফাইলটি আপনি ডেস্কটপে দেখতে পারবেন।
এবার আপনার বন্ধু যখনি ওই আইকনে ক্লিক করবে তখনি একটি নটিফিকেশন দেখতে পাবে এবং আপনি যে টাইম সেট করেছেন ঐ সময় পরে কম্পিউটার বন্ধ হয়ে যাবে।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখুনঃ
ধন্যবাদ
আমি আরাফ লায়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।