আইডিএম নিয়ে এ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আইডিএম IDM Fake Serial Key প্রবলেম নিয়ে যারা বিপদে আছেন। যারা শুধু আইডিএম সমস্যার কারণে পিসিতে উইন্ডোজ দেওয়ার চিন্তা করছেন, যারা আইডিএম আনইনস্টল দিয়ে দিয়ে নতুন করে ইনস্টল দিয়েও IDM Fake Serial Key ম্যাসেস থেকে মুক্তি পাচ্ছেন না বা যারা নতুন করে আইডিএম এর ফুল ভার্সন ইনস্টল দিয়ে চাচ্ছেন তাদের জন্য আজকের এই টিউনটি। আপনার আইডিএমকে সারাজীবনের জন্য ঝামেলামুক্ত করে নিন। উল্লেখ্য এটা আইডিএম এর ল্যাটেস্ট ভার্সন।
টিউনটিতে দেখানো হয়েছে কিভাবে আপনি অতি সহজে আইডিএম ইনস্টল করবেন।
১। প্রথমে নিম্নের দেয়া দেয়া লিংক থেকে আইডিএমটি ডাউনলোড করে নিন।
অথবা ভিডিও ডেসক্রিপশনে দেয়া লিংক থেকে অথবা ওয়েবসাইটে দেয়া লিংক থেকে আইডিএম ডাউনলোড করে নিন।
২। পূর্বের আইডিএম রান করা থাকলে, এক্সিট করুন।
৩। ডাউনলোড করা আইডিএমটি ইনস্টল করে নিন।
ওয়েবসাইট লিংক
http://multitricksbd.blogspot.com/
ফেসবুকে আমি। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানান।
আমি সাদ্দাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনি আপনার টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের লিংক ইনলাইন লিংক করছেন এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করছেন। আপনার পূর্বের বেশ কিছু টিউনেও নীতিমালা ভঙ্গের একই বিষয় লক্ষ করা গিয়েছে। যা সম্পূর্ণ টেকটিউনস নীতিমালা পরিপন্থি।