আসসালামুয়ালাইকুম টিউনার'স,
আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।অনেকে অনেক বিষয় নিয়ে সমস্যার স্বীকার হন।আব্র সেগুলার সমাধান হইত সবাই জানেননা। ঠিক তেমন ই আজ আমি পেনড্রাইভ এর একটি সমস্যার সমাধান নিয়ে আজকের এই পর্বে আমি আলচনা করব। অনেকেই পেনড্রাইভ এর Cyclic Redundancy প্রব্লেম এ ভুগেছেন।এতে আপনি নতুন কোন ফাইল অ্যাক্সেস করতে পারছেন না বা ভিতরে এন্টার করতে পারছেন না।
সুধু Cyclic Redundancy এরর দেখায়। আজকে এর সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। ২ইটি মেথড আছে এর জন্য।
মেথড ১। এটি উইন্ডোজ এ অটো দেয়া থাকে।আপনি আপনার পেনড্রাইভ লাগান।এরপর পেনড্রাইভ এর ভলিউম এর উপর রাইট ক্লিক করুন।এরপর properties>tool>check now তে ক্লিক করুন। অটো স্ক্যান সুরু হবে এবং কোন প্রব্লেম থআক্লে রিপেয়ার করার জন্য অপশন আসবে। এই পদ্ধতি সবার কাজ নাও হতে পারে।
মেথড ২। প্রথমে পেনড্রাইভ লাগান ল্যাপটপ এ। এরপর রান অপশন এ গিয়ে টাইপ করুন CMD এবং ADMINISTRATOR মোডে ওপেন করুন। এরপর এই কোড টি লিখুন, chkdsk G:
এখানে G এর জায়গায় আপনার পেনড্রাইভ এর লেটার বসান। এটি অটো স্ক্যান করবে এবং কোন সমস্যা থাকলে বলে দিবে।'যদি কোন সমস্যা পায় তাহলে এরপর নিচের কমান্ডটি টাইপ করুন। chkdsk G: /F
এখানে G এর জায়গায় আপনার পেনড্রাইভ এর লেটার বসান। কিছুক্ষুন অপেক্ষা করুন এবং স্ক্যান করে রিস্টার্ট চাইতে পারে আশা করি এই পদ্ধতি ব্যবহার করে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কেউ যদি বুজতে না পারেন কিংবা কথাও বুজতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=EzeZ7e2xdaA
আর যদি অন্য কোন সমস্যা হয় অবশ্যয় টিউমেন্ট এ জানাবেন। ধন্যবাদ।
আমি appabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।