Google Chrome এর একটি এক্সটেনশন

আমি ব্রাউজার হিসেবে Google Chrome ব্যবহার করি। কেন ব্যবহার করি তা পরের টিউনে লিখব।শুধু এতটুকু বলি যে গুগল ক্রোম অনেক ফাস্ট ।আর এর র‌্যাম কনসাম্পশন ফায়ারফক্সের থেকে কম। এটার অনেক সুবিধাও আছে । কিছু সুবিধা আছে যার জন্য অনেকে ফায়ারফক্স ব্যবহার করে। এর মধ্যে একটি হলো যেমন ডাউনলোড ম্যানেজার হিসেবে আইডিএম ব্যবহার করলে এর রাইট বাটনে "download link with IDM" অথবা "download all link with IDM" এসব অপশন আছে যা ডাউনলোড করতে সুবিধা দেয়।

তবে ক্রোম ডিফল্টভাবে এটির সুবিধা দেয় না। তবে একটি এক্সটেনশন ব্যবহার করলে এটির সুবিধা পাওয়া যাবে। যদি গুগল ক্রোম দিয়ে ডাউনলোড অটোমেটিক না হয় তবে আপনি IDM এর ডাউনলোড অপশনে গিয়ে General>Use advanced browser integration" দিন। সঙ্গে সঙ্গে পিসি রিস্টার্ট চাইবে। এরপর দেখবেন গুগল ক্রোম দিয়ে অটোমেটিক ডাউনলোড শুরু হবে।
গুগল ক্রোমের এক্সটেনশন পাবেন এখান থেকে।

এই এক্সটেনশনটির নাম হচ্ছে DM-Bridge এক্সটেনশন।

স্ক্রীনশট:

DM-Bridge Extension

তবে শুধু আইডিএম নয়, অন্যান্য প্রায় সব ডাউনলোড ম্যানেজারও সাপোর্ট করে।টিউনটি হয়তো খুবই ছোট তবে আমি ক্রমাগত শিখছি। ।কেমন লাগলো জানাবেন।

এক্সটেনশনটির লিংক এখানে:

https://chrome.google.com/extensions/detail/lfjamigppmepikjlacjdpgjaiojdjhoj

Level 0

আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am shahadat from RUET. I am so simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রোম আমার ও ভালো লাগে কিন্তু সামহোয়ার ব্লক কাজ করেনা….ধন্যবাদ আপনাকে

ক্রোম ভাল লাগে কিন্তু ফায়ার ফক্স এর অনেক এক্সটেনশন যা ক্রোম-এর নাই তাই ইচ্ছা থাকলেও আমি ক্রোম ব্যবহার করতে পারি না ।

ক্রোম জোশ

Level 0

ভাইজান ক্রোমপ্লাস ব্যাবহার করে দেখেন।আশা করি ভালো পাবেন।

সমস্যা হল দরকার মত এড-ওন পাইনা

এই জিনিসটা দরকার ছিল,
শুধু আইডিএম এর জন্য ক্রোমটা কম ব্যাবহার করি এই বার মনে হয় সমস্যার সমাধান হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

a lot thanx for nice post…… 🙂