Unable To Access A Google Product | Solved

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আমি আল মাহমুদ, অনেক মাস পরে আপনাদের কাছে আবারো ফিরে এবার সময় উপযোগি একটা টিউন নিয়ে। আজকের বিষয় ইউটিউব

ভাই
ব্রাদারস, আপনারা যারা ইউটিউবিং নিয়ে মোটামুটি একটিভ আছেন তারা নিশ্চয় যানেন গত এক মাস থেকে এখন পর্যন্ত ইউটিউব কতৃপক্ষ আমাদের উপর সাসপেন্ডের রোলার কোষ্টার চালাচ্ছে। গনহারে প্রচুর পরিমাণ চ্যানেল প্রতিদিনই হারাচ্ছেন অনেকে 😕

অবশ্য সেটা এমনিতে হচ্ছে না, অতিরিক্ত কপি কন্টেন্ট নিয়ে কাজ করার ফলেইউটিউব বাধ্য হয়েই এই সিধান্তে আসছে। তাই
সামান্য স্পামিং এও চ্যানেলে বিনা নোটিশে ডাইরেক্ট ব্যান হয়ে যাচ্ছে। এই প্রব্লেমগুলোর একটা হচ্ছে "Unable To Use A Google Product" প্রবলেম। এই প্রব্লেমের শুরুয়াত হয় একটা মেইল দিয়ে আর সেটা হলো "Google Account
Temporary Disabled" প্রথমে আপনার মেইল একাউন্ট টেম্পরারি ডিসেবল করে দেয়া হয়, পরে একাউন্ট ঠিক হলেও ওই একাউন্টের অধীনে থাকা ইউটিউব একাউন্ট বাজেয়াপ্ত করা হয়।

মোটামুটি সোসাইল হেল্পিং গ্রুপ গুলোতে এই বিষয় নিয়েই বেশি হাহাকার উঠেছে। তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউন করা যাক, তাহলে চলুন শুরু করি। প্রথমেই আপনারা একটি নতুন জিমেইল একাউন্ট ক্রিয়েট করুন (এটাতে সাস্পেন্ডেট চ্যানেল গুলো ট্রান্সফার হবে) তারপর আপনার যে ইমেল এর চ্যানেল সাস্পেন্ড হয়েছে ওটা দিয়ে গুগল প্লাস একাউন্ট এ লগিন করুন

তারপর আমরা ডানপাশের উপরে কোনার লগিন চিহ্নটা ক্লিক করবো, ক্লিক করলে আপনার চ্যানেলের লিষ্ট শো করবে,

এখান থেকে যে চ্যানেল টা অন্য জিমেলে ট্রান্সফার করতে চান ওটাতে ক্লিক করুন,

তারপর ওই চ্যানেল পেজ লোড হলে আমরা আবারো ডানপাশের উপরে কোনার লগিন চিহ্নটা ক্লিক করবো,

এখন ম্যানেজ পারমিশনে ক্লিক করে আমরা আমাদের নতুন জিমেল এড করে দিবো। আর অবশ্যেই এই জিমেলকে Owner পারমিশন দিবেন। যদি না বুঝেন তবে এই ভিডিউটা দেখতে পারেন

SOLVED Unable To Access A Google Product Recover Suspended Google Account

আজ এতোটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

    আমি অনেকদিন পর আবার টেকটিউন এ ফিরে আসলাম, এরমধ্যে নীতিমালা আপডেট হয়েছে কিনা আমার জানা ছিলোনা। তবুও নীতিমালা আবার পরে দেখলাম, তবে আমি নজরে নীতিমালার বিরুদ্ধে আমি কিছু করিনি।
    হয়তোবা আমার নজরে কিছু পরছে না, দয়া করে যদি চিহ্নিত করে দিতেন খুশি হতাম।
    পরেরবার আমি নীতিমালা নিতে যথাসাধ্য সচেতন থাকবো।

Seiram hoise. 🙂