পেন ড্রাইভ এর হাইড খুলতে না পারলে কি করবেন?

একদিন আমি আমার পেন ড্রাইভ নিয়ে পরেছিলাম মহা বিপদে। আমার পেন ড্রাইভ এ ছিল কিছু মূল্যবান জিনিস।

যার কোন ব্যাকাপ কোথাও ছিল না। তারপর আমার কলিক তৌহিদ ভাই কে ব্যাপারটা বললাম। তিনি একটি

সফটওয়ারের কথা বললেন এটা দিয়ে নাকি আমার প্রবলেম সলভ করা যাবে।

তারপর দেখিয়ে দিলেন। শুধু সফটওয়ারটি ইনস্টল করে। আমি আজ এই সফটওয়ার টি এখানে পোস্ট করলাম।

কেউ যদি ডাউনলোড করতে চান তো ক্লিক করুন   ডাউনলোড বাটন

Level 0

আমি ফিরোজ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি টিটিতে নতুন।তাই খুব একটা ভালোমত বুঝলাম না।আর একটু বিস্তারিত বললে ভালো হতো।কিসের হাইড

একটা সপ্টওয়ার এর লিঙ্ক দিলে টিউন হয়ে গেল ? কেমন করে কি করতে হয় কিছুই তো বললেন না ।

ভাইজান আমিও নতুন। এটা এ্যাট্রি্ বিউটস সফটওয়ার। ট্রাই করেন, খুব সহজ।

ফিরোজ আলম ভাই, আপনাকে টিটিতে স্বাগতম। আমি একটা মেমোরি কার্ড নিয়ে সমস্যায় আছি। আপনার দেয়া এই সফটটি দিয়ে সলফ হবে কি?
আমার সমস্যাটা হল—-
আমার একটা ১ জিবি মেমোরিকার্ড আছে কিন্তু উহা পাসওয়ার্ড দেওয়া। আমার পাসওয়ার্ডটি খেয়াল নেই। এই মেমোরিকার্ডটি কার্ডরিডারে নিয়ে ইউএসবি পোর্ট-এ লাগালে তাহা পিসিতে দেখায় না। আমি আরো টেস্ট করে দেখেছি যে, কোন পাসওয়ার্ড দেওয়া মেমোরিকার্ড পিসিতে সো করেনা। অন্য পিসিতেও দেখেছি একই অবস্থা। এটা নিয়ে অনেক ঘাটা করেছি কিন্তু পারলাম না। তাই আপনাদের কাছে সাহায্য বিভাগে উপস্থাপন করলাম। কেউ যদি জানেন, তাহলে আমাকে অবহিত করবেন।
https://www.techtunes.io/tuner/rf/
(এটা আমি সাহায্য বিভাগে লিখেছিলাম কিন্তু…….)

vai apnake ami ekta upay bole dei asha kori ete kaj hobe. Apnar memory card ti jodi china seter memory hoye thake tahole apni Nokia n95 orginal othoba nokia 5200/5300 ei 3 tir ektate lagiye FORMAT kore nin dekhben apnar password khule gese ebong computer e show korse.Kaj hole amake janaben.

Level 0

[আইটিপ্রেমী রুহুল ]: http://dymzworld.wen.ru/s60/MMCPasswordFinder_v1.00_full.sis
আপনি এটা দিয়ে চেষ্টা করেন তবে nokia 2nd edition mobile like n70 প্রয়োজন ।

এই রকম টিউন করলে কেউ উপকৃত হবে না।তাই পারলে বিস্তারিত লিখে আপডেট করেন। টিটিতে স্বাগতম আপনাকে।