ফটোগ্রাফির স্কিল বৃদ্ধি করবে অনলাইন কোচ কীগান (KEEGAN)

আপনার যদি থাকে ফটোগ্রাফির প্রতি আগ্রহ এবং প্রতিটি ছবি তোলার পর যদি আপনি সেই ছবিটিকে ঘিরে গঠনমূলক টিউমেন্ট পেতে চান তবে কীগান (KEEGAN) সেক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে। কীগান হচ্ছে একটি অনলাইন এআই (AI) কোচ যা আপনার তোলা ছবিকে বিশ্লেষণ করে ছবির ভালো এবং মন্দ দিকগুলো ধরিয়ে দিতে সক্ষম।

আপনি যদি কোন ছবি তুলে সেই ছবিটি ফেসবুক বা এরকম সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আপলোড করেন তাহলে বন্ধুরা সেই ছবিগুলোকে শুধু ভালো এবং মন্দ টিউমেন্টেই সীমাবদ্ধ রাখে। কিন্তু, ফটোগ্রাফিক স্কিল বৃদ্ধি করতে একজন মানুষের তার ছবিগুলোর পেছনে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের প্রয়োজন হয়। আর এ উদ্দেশ্যেই মূলত ফ্রেঞ্চ এই স্টার্ট-আপ কীগান শুরু হয়েছে। একে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটি একটি ছবিকে চমৎকার ভাবে অ্যানালাইস করতে সক্ষম হয়। এই এআইটি তৈরির পেছনে কাজ করেছে প্রোফেশনল ফটোগ্রাফাররা তাই আপনার ছবিটিতে যে আপনি গঠনমূলক সমালোচনা পাবেন সেটা নিঃসন্দেহে বলে রাখা যায়।

কীগান ব্যবহার করা অনেক সহজ। কীগান থেকে আপনি যদি আপনার কোন ছবির সম্পর্কে সমালোচনা পেতে চান তবে আপনাকে প্রথমে কীগানের ওয়েবসাইটে ঢুকে আপনার ছবিটি আপলোড করতে হবে। ছবি আপলোড শেষ হয়ে গেলে কীগান ছবিটি অ্যানালাইসিস করে আপনাকে একটি হিউম্যান-ফ্রেন্ডলি ফিডব্যাক প্রদান করবে। এটি সাধারণত ডিসেন্ট ছবির ক্ষেত্রে ৫/১০, ভালো শটের ক্ষেত্রে ৭/১০ এবং এক্সেপশনাল ছবির ক্ষেত্রে ৯/১০ রেটিং করে থাকে। এআই-টি পরীক্ষা করার জন্য আমি আমার তোলা একটি সেলফ শট আপলোড করেছিলাম, নিচে স্ক্রিনশটটি যুক্ত করে দেয়া হল!

৮.৫/১০! ভালোই স্কোর, কী বলেন?! যাই হোক, আপনি চাইলে ওয়েবসাইটের বদলে ফেসবুক মেসেঞ্জারেও কীগান ব্যবহার করতে পারেন। মেসেঞ্জারেও আমি আমার তোলা একটি ছবি অ্যানালাইস করতে দিয়েছিলাম এবং ভালো ফিডব্যাক পেয়েছি।

তবে মোট ১০টি ফটো আপলোড করার পর কীগান আপনাকে একজন ফটোগ্রাফার হিসেবে আপনার এক্সপার্টিস কেমন তা বিবেচনা করবে। এছাড়াও বেশি ছবি আপলোড করার ক্ষেত্রে রয়েছে আরও বিভিন্ন ধরণের অ্যাচিভমেন্ট এবং বিভিন্ন ধরণের ইস্টার এগ।

যারা প্রাইভেসি কনসার্ন নিয়ে চিন্তা করছেন তাদের জন্য লিখছি, কীগানের প্রাইভেসি পলেসি খুবই চমৎকার। আপনি যে কোন সময় আপনার ছবিগুলো সেখান থেকে মুছে দিতে পারবেন।

Level 2

আমি তারেক বিন ওমর। CEO, EasyTech IT, Savar,Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেকনোলজির ফেরিয়ালা ।নতুন নতুন জিনিস শিখতে এবং শিখাতে আমার খুব ভালো লাগে।প্রত্যেকের মধ্যে রয়েছে সুপ্ত প্রভিভা তা সামান্য কিছু পরিচর্চার মাধ্যমে বিকশিত হয়। টেকটিউনস তেমনি একটা প্লাটফম যা রক্ষানাবেক্ষন করে সেই প্রতিভার বিকাশ ঘটায়।আশা করি আমি আপনাদের সেই প্রচেষ্টার সামান্য কিছু আপনাদের দিতে পারব।-আল্লাহ হাফেজ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস