Life Hacks [পর্ব-১১] :: কলম দিয়ে অসাধারন ৩টি লাইফ হ্যাকস, প্রত্যেকের জানা উচিত

Life Hacks

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আমার সবাই প্রতিদিন কলম দিয়ে লেখালেখি করি। আমাদের সবার কাছে অন্তত একটা কলম থাকেই। আপনি কি জানেন এই কলম দিয়ে লেখালেখি ছাড়াও অনেক কাজ করা যায়। আমার আজকের টিউন কলম নিয়েই- "কলম লাইফ হ্যাকস"। আমি আপনাদের কলম দিয়ে অসাধারন তিনটি কাজ করে দেখাবো, যা আপনারা নিজের ব্যক্তিগত কাজে লাগাতে পারেন। আশা করি আপনাদের ব্যাস্ত জীবনে অনেক অনেক কাজে দিবে এই ট্রিক্সটি।

আসুন শুরু করা যাক, যা যা লাগবে...

  • ক) কলম
  • খ) চিমটা
  • গ) পেন্সিল কাটার
  • ঘ) চিপস প্যাকেট

আন্ড্রয়েড ফোনে আমারা কলম দিয়ে কখনোই লিখতে পারবো না তবে একটু ট্রিক্স করলেই কলম দিয়েই লিখতে পারি অনাআসেই। আর কাজে লাগাতে পারি বিভিন্ন কাজে...

কলম দিয়ে অসাধারন ৩টি লাইফ হ্যাকস

কলম দিয়ে এরকম মজার অসাধারন তিনটি হ্যাকস নিয়ে এসেছি আজ আপনাদের কাছে। আসুন তাহলে আমরা দেখি কিভাবে কাজগুলো করবো, আশা রাখি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার পর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন-

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ। All Credit Youtube Channel: MrSaaf

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

Calie jaan bhai, theme jaben na pls