ইন্টারনেট ব্রাউজ করার সময় আমরা কি কি ব্রাউজ করছি, কোন কোন সাইটে গেছি এসব ব্রাউজ ডাটা কম্পিটারে থেকে যায়। আপনি ব্রাউজ করার পর browsing history, cookies , data , Password, searching keywoard ইত্যাদি কম্পিউটারে জমা হয়ে থাকছে। কিন্তু আপনি এখন বন্ধুর বাসায় বা সাইবার ক্যাফে এর মধ্যে। আপনি চান না আপনার এ সকল তথ্যা অন্য কেউ জানুক। এ জন্য গুগল ক্রোমে incognito mode নামে একট ফিচার রয়েছে যার মাধ্যমে ব্রাউজ করলে আপনার তথ্য কম্পিউটার ও জমা রাখবে না বা অন্য কেউ ও জানতে পারবে না।
তার জন্য আপনার ব্রাউজারের ডান কোন থেকে সেটিং প্রতীক এ ক্লিক করে new incognito window সিলেক্ট করুন। তাহলে নিচের মত একটি উইন্ডো খুলবে ।
এবার আপনি ব্রাউজিং শুরু করুন কেউ ট্র্যাক করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।
ও মজা করার জন্য এই incognito এর অর্থ বের করলাম। কেউ কিছু মনে করবেন নাহ...ha ha...
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ধন্যবাদ