বেলুন আমরা প্রায় সকলেই ভালোবাসি, বেলুন চেনে না এমন একটা মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিয়ে, জন্মদিন বা যেকোন গুরুত্বপূর্ন দিনে বেলুন দিয়ে ঘর না সাজালে কি চলে?? এমন কেউ নাই যে বেলুন নিয়ে ছোটো বেলায় আমরা খেলা করিনি?
আসুন আজ আমি আপনাদের দেখাবো এই বেলুন দিয়েই মজার ২টি ট্রিক্স, ২টি খেলনা ও এবং একটি প্রয়োজনীয় সামগ্রী।
শুরু করা যাক, যা যা লাগবে...
বেলুন
সুচ
প্লাস্টিক বোতল
নষ্ট CD ডিস্ক
বেলুনকে আপনি একটি সুচ দিয়ে খোঁচা মারবেন ঠিকই, কিন্তু বেলুন মোটেই ফাটবে না। কীভাবে? চলুন দেখি কীভাবে করা যায়—।
বেলুন দিয়ে অনেক অনেক মজার জিনিস করা যায় আপনারা না জানলে অনেক অবাক হবেন। বেলুন নিয়ে আজকের এই ট্রিক্স এন্ড টিপস সবগুলো খুব খুব সহজ এবং মজার। আপনাদের সবার ভালো লাগবে আশা করি।
আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
valo laglo, good trics.