Life Hacks [পর্ব-০৭] :: ৫০ টাকায় নিজে নিজেই বানিয়ে নিন অসাধারন দুটি কাজের জিনিস

Life Hacks

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

শীত আসছে... কনকনে শীত... সবাইকে অগ্রিম কনকনে শীতের শুভেচ্ছা। এই শীতে গরম গরম চা-কফি ছাড়া চলাই মুশকিল।

আজ আপনাদের জন্য তৈরী করে দেখাব, কিভাবে ৫০ টাকায় একটি ইলেকট্রিক কফি মিক্সার বানাবেন আর এই ইলেকট্রিক কফি মিক্সারই গ্রীষ্মকালে ব্যবহার করতে পারবেন মিনি ফ্যান হিসেবে। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও কাজে দিবে এই ট্রিক্সটি।

আসুন শুরু করা যাক, যা যা লাগবে...

  • ক) ৪ ভোল্ট ডিসি মোটর
  • খ) ৯ ভোল্ট ব্যাটারি
  • গ) আঠা
  • ঘ) নষ্ট কলম
  • ঙ) ডিসি সুইচ

ইলেকট্রিক চা/কফি মিক্সার-

ইলেকট্রিক কফি মিক্সার

আসুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা খুব সহজে বানিয়ে নিব একটি ইলেকট্রিক কফি মিক্সার, আশা রাখি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার পর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন-

 আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ। 

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Nice post Brother:kn2 Battery ta charge dewar kno Opay Ache Ki ?..Plz

Rechargeable Battery use korte hobe. thanks