এই সফটওয়্যার টি ১মেগাবাইটের আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন,কখনো দরকার হলে তখন খুজেও পাবেন না।খুব কাজের একটা সফটওয়্যার। হাজার হাজার ফাইল যখন সর্ট কার্ট হয়ে যায় তার মাঝে সঠিক ফাইল গুলি এই সফটওয়্যারের সাহাজে এক মিনিটের ভিতরে আলাদা করতে পারেবন।তবে কখনো সি ড্রাইভ স্ক্যান করবেন না।
কার্যপ্রনালীঃ-
কি ভাবে আপনি আপনার কম্পিউটারের সর্টকার্ট ভাইরাসে আক্রমন করলে তার ফাইল গুলি উদ্বার করবেন তা দেখুন।
ইউটিউভ লিংকঃ https://youtu.be/nxQJJPibnzA
আমি নাঈমুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।