Data Recovery Wizard Professional ফুল ভার্সন কোন সিরিয়াল কী এর প্রয়োজন নেই

মোবাইলের ম্যামরি আর কম্পিউটারের হার্ডডিক্স ফরম্যাটের পর যাদের কান্নাকাটি করা লাগেপুরানো ডাটা ফিরে পেতে।তাদের জন্য ফুল ভার্সন সফটওয়্যার আপলোড দিয়ে দিলাম।আশাকরি এর পরে কেউ ডাটা হারাবেন না।একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনাদের কার্ড বা হার্ডডিক্স ফরম্যাট হবে তখন ভুলেও আবার লোড দিবেন না। এতে করে আগের ডাটা গুলির যায়গায় নতুন ডাটা যোগ হয় এতে করে পুরাতন ডাটা গুলি ফিরে পেতে কষ্ট হয়।

আমি গত চার বছর ধরে এই একটা সফটওয়্যার ব্যবহার করছি যা কখনো সিরিয়াল কী বা প্রয়োজন পড়েনি। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন।আমার এইটা ট্রিক্সের প্রথম টিউন আশাকরি এমন আরো অনেক ট্রিক্স জানি যেইগুলি আপনাদের সাথে শেয়ার করবো এবং ভালো ভাবেই কম্পিউটারের ট্রিক্স গুলি ব্যবহার করতে পারেব। নেক্সট ট্রিক্স দিবো Eset এন্টিভাইরাস সিরিয়াল কী ছাড়া লাইফ টাইম ইউজ করবেন কি ভাবে।এই টাও আমি গত চার বছরের বেশি সময় ব্যবহার করছি। প্রতিবার উইন্ডোজ দেবার পরেও আমি ইসেট এন্টিভাইরাস ব্যবহার করি কিন্তু আমার কখনো সমস্যা হয়নি।আপনাদের জন্য ইউটিউভ লিংক দিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় টিউমেন্টে জানাবেন আমার ফেসবুক লিংক দিয়ে দিবো আপনারা সেইখানে নক করবেন। আপনাদের থেকে আমি কোন হেল্প নিবো আর আমার থেকে আপনারা এইটাই ইচ্ছা। ভালো থাকুন সবাই টেকটিউনের সাথেই থাকুন। ভুল হলে কোন ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।

কার্যপ্রনালী

1. copy download link

2. download Softower

3. Install and in joy

download link: https://drive.google.com/open?id=0B1L243zPuZx4bWthVlBvLU5tdmc
.
now close softower and

যদি এর পরেও বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তারা এই ভিডিওটি ফলো করতে পারেন।এখানে ফুল বুঝিয়ে দেওয়া আছে।

ইউটিউভ লিংকঃ

Level 0

আমি নাঈমুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগের পোষ্ট করা হয়েছিলো,কিন্তু শব্দ সংখ্যা কম দেখে পোষ্টের তাই এডমিন পোষ্ট স্থগিত করেছে তাই নতুন করে দিলাম।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

boss pls help me,আপনি যেভাবে ইন্সটল করলেন,আমারটা সেভাবে হলোনা,তারপরেও করেছি,কিন্তু সমস্যা হচ্ছে আমার সি ড্রাইভে কিছু জরুরী lightshot pic and web designing এর জন্যে তৈরি করা .HTML file ছিল।আমি শুধু এগুলো recover করতে চাই।এবং আপনার নম্বর কি দেয়া যাবে pls help me

    IT Lover>> icare data recovery full version diye…. apni c drive 85% file ante perben….. sob file E….. tobe chesta korben.. full verson nite.. #আই টি লাভার
    … jodi file khuje na pan… tobe… janiye diyen…..

Level 0

এই software দিয়ে কি damage হওয়া partition এর file গুলো recover করা যাবে? আমার hard disk এর d: inaccessible and unreadable হয়ে গেছে এবং ড্রাইভের properties এ গেলে use space 0 bytes and free space 0 bytes দেখায়। এমতবস্তায় আমি কি করে আমার ডাটা গুলো পুনরুদ্ধার করতে পারি ?

    etaR somadhan ektai…. seta holo…. apnr hard disk plet change kore ..new HD disk plet khule… thik oi jai gai… reaplace kore…. then… hard disk…. sob set kore…..file recover deya jai…. plet sohoje… nosto hoi na….. !!

    (N.B >> kokhono nije chesta korben na….. dhaka i… proffesonal… diye..kore niben..jdi.. address na pan… tobe nock koren

      Level 0

      ধন্যবাদ #আজব তো সুন্দর পরামর্শর জন্য, কিন্তু এর মাঝে আমি এলিফ্যান্ট রোডের পুরাতন কম্পিউটার মার্কেটে নিয়ে গিয়েছিলাম আমার হার্ডডিস্কটা। ওরা কি একটা software এর মাধ্যমে রান করিয়ে আমাকে আমার ফাইলগুলো দেখিয়ে দিল কিন্তু recover করতে অনেক টাকা চায়। তাহলে ওরা কি soft দিয়া কাজ করল?

#আজব তো ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝানোর জন্য। আর আইটি লাভার আমি কখনো সি ড্রাইভ ট্রাই করেনি। তাই বলতে পারছিনা। তবে আমার হার্ড ডিক্সের অডিও,ভিডিও দুইটা ড্রাইভ করেছিলাম এবং ১০০% হুবাহু ব্যাক পেয়েছিলাম যাস্ট ফোল্ডারের নাম গুলি চেঞ্জ হিলো।