মোবাইলের ম্যামরি আর কম্পিউটারের হার্ডডিক্স ফরম্যাটের পর যাদের কান্নাকাটি করা লাগেপুরানো ডাটা ফিরে পেতে।তাদের জন্য ফুল ভার্সন সফটওয়্যার আপলোড দিয়ে দিলাম।আশাকরি এর পরে কেউ ডাটা হারাবেন না।একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনাদের কার্ড বা হার্ডডিক্স ফরম্যাট হবে তখন ভুলেও আবার লোড দিবেন না। এতে করে আগের ডাটা গুলির যায়গায় নতুন ডাটা যোগ হয় এতে করে পুরাতন ডাটা গুলি ফিরে পেতে কষ্ট হয়।
আমি গত চার বছর ধরে এই একটা সফটওয়্যার ব্যবহার করছি যা কখনো সিরিয়াল কী বা প্রয়োজন পড়েনি। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন।আমার এইটা ট্রিক্সের প্রথম টিউন আশাকরি এমন আরো অনেক ট্রিক্স জানি যেইগুলি আপনাদের সাথে শেয়ার করবো এবং ভালো ভাবেই কম্পিউটারের ট্রিক্স গুলি ব্যবহার করতে পারেব। নেক্সট ট্রিক্স দিবো Eset এন্টিভাইরাস সিরিয়াল কী ছাড়া লাইফ টাইম ইউজ করবেন কি ভাবে।এই টাও আমি গত চার বছরের বেশি সময় ব্যবহার করছি। প্রতিবার উইন্ডোজ দেবার পরেও আমি ইসেট এন্টিভাইরাস ব্যবহার করি কিন্তু আমার কখনো সমস্যা হয়নি।আপনাদের জন্য ইউটিউভ লিংক দিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় টিউমেন্টে জানাবেন আমার ফেসবুক লিংক দিয়ে দিবো আপনারা সেইখানে নক করবেন। আপনাদের থেকে আমি কোন হেল্প নিবো আর আমার থেকে আপনারা এইটাই ইচ্ছা। ভালো থাকুন সবাই টেকটিউনের সাথেই থাকুন। ভুল হলে কোন ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।
কার্যপ্রনালী
1. copy download link
2. download Softower
3. Install and in joy
download link: https://drive.google.com/open?id=0B1L243zPuZx4bWthVlBvLU5tdmc
.
now close softower and
যদি এর পরেও বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তারা এই ভিডিওটি ফলো করতে পারেন।এখানে ফুল বুঝিয়ে দেওয়া আছে।
ইউটিউভ লিংকঃ
আমি নাঈমুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগের পোষ্ট করা হয়েছিলো,কিন্তু শব্দ সংখ্যা কম দেখে পোষ্টের তাই এডমিন পোষ্ট স্থগিত করেছে তাই নতুন করে দিলাম।