ইউটিবের অটো বাফারিং বন্ধ করে বাড়তি ডাটা কস্ট বন্ধ করুন মাত্র দুই ক্লিকে

আজকে আমরা অটো বাফারিং নিয়ে কথা বলবো।অটো বাফারিং হলো, ইউটিউবের একটা ফিচার। যার ফলে আমরা কোনো ভিডিওতে ক্লিক করলেই সেটি প্লে হয়ে যায়
অনেকের কাছেই পেইন একটা ব্যাপার এটি, বিশেষত যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের জন্য এটি বিরক্তকর ব্যাপার। কারন, অনেক সময় শুধুমাত্র ভিডিও ইনফরমেশন দেখার জন্য বা টিউমেন্ট করার জন্য ভিডিও ওপেন করতে হয়।কিন্তু অটো বাফারিং এর ফলে আমাদের বাড়তি ডাটা কস্ট হয়।কারন, অনেকেই আছেন যারা এখনো মডেম দিয়ে ইন্টারনেট চালায়। রাক্ষস কোম্পানিগুলোর ডাটা প্যাকের যা দাম। তো, আজকে আমরা দেখবো কিভাবে অটো বাফারিং অফ করতে হয়?

প্রথমেই নিচের লিংক থেকে Add On টি নামিয়ে নিন-

Download Add On From here

অনেকের ব্রাউজারেই হয়তো, এর লেটেস্ট ভার্শনটা সাপর্ট করবেনা। তারা Old version নামিয়ে নিবেন।

এরপর install করুন।

এরপর থেকে কোনো ভিডিও ক্লিক করলে সেটি অটো প্লে হবেনা। নিচের স্ক্রিনশর্টগুলো দেখে নিন তাহলে এর বাকি ফিচারগুলো সম্বন্ধে ধারনা পাবেন-

উপড়ে মার্ক করা ১ নং অংশে Add on এর সেটিং, যেখান থেকে বিভিন্ন ফিচার আপনার মনের মত করে কাস্টমাইজ করে নিতে পারবেন।

আর ২ নং মার্ক করা অংশে ভিডিও সংক্রান্ত বিভিন্নগ সেটিং পাবেন। আশা করি, আপনারা বিষয়টা বুঝে নিতে পারবেন। আর, প্রথমত, কোনো প্রকার সেটিং চেঞ্জ করার দরকার নাই।

এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে তাহলে নিচের ভিডিওটি দেখে নিবেন-

 

আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই..

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কেমন কাজ করে

ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি অনেকে উপকৃত হবেন।

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ। এইমাত্র ইন্সটল করলাম এডঅনটা। ভাল কাজ করে। অনেক দিন থেকে মনে মনে এ ধরণের একটা খুজছিলাম। আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ।