Life Hacks [পর্ব-০৩] :: নিজেই তৈরি করুন অসাধারন Dremel টুল/ মিনি ইলেকট্রিক করাত

Life Hacks

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরোও একটা সহজ  ট্রিক্স। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও কাজে দিবে এই ট্রিক্সটি। আসুন শুরু করা যাক, যা লাগবে...

  • ক) একটি ৩ ভোল্ট মোটর
  • খ) একটি পুরাতন USB Cable
  • গ) পেপসি/সেভেন আপ কর্ক
  • ঘ) আঠা
  • ঙ) ছোট পাইপ টুকরা

শুরুতে পেপসি/সেভেন আপ কর্কটি নিচের চিত্রের মত কেটে নিন...

Dremel Tool

তারপর USB Cable টি নিচের চিত্রের মত কেটে নিন...

নিজেই তৈরি করুন মিনি ইলেক্ট্রিক করাত

তারপর পাইপের টুকারা সাথে একপাশে মোটর ও অন্যপাশে USB Cable এবং সুইচ নিচের চিত্রের মত আঠা দিয়ে লাগিয়ে নিন, নিচের চিত্রের মত করে...

নিজেই তৈরি করুন মিনি ড্রিমেল টুল

মোটর, USB Cable, সুইচ এর সংযোগ দিন নিচের চিত্রের মত করে...

dremel টুল সংযোগ

এবার পেপসি/সেভেন আপ কর্কটি লাগান নিচের চিত্রের মত করে...

নিজেই তৈরি করুন Dremel Tool

তৈরী হয়ে গেল ছোট্ট অসাধারন Dremel টুল/ মিনি ইলেক্ট্রিক করাত। আশা করি অনেক কাজে লাগবে যন্ত্রটি। ভিডিওটি দেখুন কিভাবে তৈরি করবেন এবং কি কি কাজে লাগাবেন, আরোও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ভিডিওটি দেখুন-

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেরকম ভাই!

thanks@ তাহমিদ হাসান