সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছে।আমি টেকটিউনস একজন পাঠক।অনেক আগে থেকেই এখানে আছি,অনেক কিছু শিখেছি এখনো শিখে যাচ্ছি।আজ আপনাদের জন্য একটি টিউন নিয়ে হাজির হলাম।এটা আমার প্রথম টিউন,আশা করি সকলের ভালো লাগবে।টরেন্ট ফাইল ডাউনলোড করুন IDM দিয়ে।
অনেকেই আছেন যারা মুভি,টিভি সিরিজ ডাউনলোড করার জন্য টরেন্ট কেই প্রাধান্য দেন।আজ আপনাদের জন্য এমন একটি টিউন নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা টরেন্ট ফাইল গুলো Internet Download Manager দিয়ে নিমিষেই ডাউনলোড করতে পারবেন। তার জন্য দরকার হবে ভালো যেকোন টরেন্ট সাইট,আর টরেন্ট কে IDM দিয়ে Download করার জন্য হেল্প করবে Zbigz.
Zbigz দিয়ে আপনারা ১ জিবির থেকে ছোট যেকোন টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন।আর ১ জিবির থেকে বেশি সাইজের ফাইল ডাউনলোড করার জন্য প্রিমিয়াম একাউন্ট লাগবে।আজ আপনাদের এমন এক গ্রুপের সাথে পরিচয় করিয়ে দিবো যেখানে আপনারা প্রতিদিন Zbigz এর প্রিমিয়াম একাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন,যেহেতু অনেকে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে,তাই এই গ্রুপে প্রতিদিন আপডেট পাসওয়ার্ড পাবেন।
আর যারা জানেন না যে Zbigz কী? Zbigz দিয়ে কীভাবে টরেন্ট ফাইল কে IDM দিয়ে নামানো যায়,তারা এই ভাইয়ের টিউনটি থেকে জানতে পারবেনঃ টেকটিউনসের এই ভাই এর টিউন থেকে ঘুরে আসুন।
আর অই গ্রুপের ঠিকানা - যেখানে প্রতি দিন Zbigz Pro একাউন্ট ফ্রী তে কোন প্রকার সার্ভে ছাড়া দেয়া হয় সেই গ্রুপের লিঙ্ক টি নিচে দেয়া হলোঃফেসবুক গ্রুপ [Zbigz Pro Account Update Daily]
তো কেমন লাগলো টিউনটি ? ভালো লেগে থাকলে জানাতে ভুলবেন না।ভুল-ভ্রান্তি হলে ভুল ধরিয়ে দিবেন,কেননা আমি নিন্দুকরে অনেক বেশি ভালোবাসি।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আস সালামু আলাইকুম ভাই। সুন্দর এবং দরকারি টিউন করার জন্য আপনাকে অনেক ধন্ন্যবাদ। কিন্তু আপনার টিউনে দেয়া ফেসবুক লিংক টা কাজ করছেনা। তাই আমার অনুরোধ আপনি সমস্যাটার সমাধান করেন তাহলে আমরা উপক্রিত হবো।