ব্রাউজিংয়ের জন্য মজিলা ফায়ারফক্সকে আমরা সবাই খুব পছন্দ করি। প্রিয় এই ব্রাউজারকে আমরা যদি মনোমুগ্ধ রুপে সাজিয়ে তুলি তাহলে পরিপূর্ণ ব্রাউজিংয়ের সাথে সাথে আমাদের মনটাও প্রফুল্ল হয়ে উঠবে আশা রাখি। মজিলাকে সাজিয়ে তলুন এভাবে--
প্রথমে এই সাইটে প্রবেশ করুন http://www.getpersonas.com
উপরে Getting Started এ কিল্ক করুন, এরকম page আসবে। নিচে Get Personas Plus এ কিল্ক করে Personas নামের একটা মজিলার Extension Install
করুন।
ফায়ারফক্স Restart দিন
ফায়ারফক্স চালু হলে আবার http://www.getpersonas.com এ প্রবেশ করুন। এরপর উপরে Gallary তে কিল্ক করুন। প্রায় হাজারের উপর Themes পাবেন।
Themes গুলোর উপর মাউস কার্সর রাখলে Wear it পাবেন। যেটা পছন্দ সেটা Wear it দিন
খুব সুন্দর কয়েকটি ফায়ারফক্স Theme View দিলাম। কেমন হল তা
অবশ্যই জানাবেন কিন্তু।
আমি রাতপ্রহরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুররে!!!! খুব মজা তো????????