টিউনের পূর্বে কিছু কথা। আজ আমি প্রায় পাচ মাস পর টেকটিউনে লগইন করলাম। মাঝে মাঝে টেকটিউনে আসি কিন্তু কমেন্ট করা বা লগইন করা হয় না। আমার কাছে টিউন করার মতো অনেক কিছুই আছে কিন্তু টিউন করার হয় না যদিও এটি আমার ১৩ তম টিউন। এতক্ষণ অনেক প্যাচাল পাড়লাম এখন কাজের কথায় আসি। আমরা সবাই জানি CPU চালু করতে হলে পাওয়ার বাটন প্রেস করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়।সেক্ষেত্রে আমরা পাওয়ার বাটন পরিবর্তন করি। কিন্তু আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। আসুন তাহলে জেনে নিই কীভাবে কাজটা করা যায়
*** কোন কোন মাদারোর্ড এটি সাপোর্ট নাও করতে পারে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই এটি কার্যকরী ***।***
ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য।
আশা করি মন্তব্য করবেন।
আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com
কি বোর্ডের সাহায্যে চালু করুন আপনার কম্পিউটার (মিনি কপি পেষ্ট টিউন–জানা থাকা ভাল)- টিউনটি হয়েছে ২৭/১২/১০ https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/46446/ এখানে দেখুন