পাওয়ারবাটন ছাড়াই কীবোর্ড দিয়ে কম্পিউটার চালু করুন


টিউনের পূর্বে কিছু কথা। আজ আমি প্রায় পাচ মাস পর টেকটিউনে লগইন করলাম। মাঝে মাঝে টেকটিউনে আসি কিন্তু কমেন্ট করা বা লগইন করা হয় না। আমার কাছে টিউন করার মতো অনেক কিছুই আছে কিন্তু টিউন করার হয় না যদিও এটি আমার ১৩ তম টিউন। এতক্ষণ অনেক প্যাচাল পাড়লাম এখন কাজের কথায় আসি। আমরা সবাই জানি CPU চালু করতে হলে পাওয়ার বাটন প্রেস করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়।সেক্ষেত্রে আমরা পাওয়ার বাটন পরিবর্তন করি। কিন্তু আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। আসুন তাহলে জেনে নিই কীভাবে কাজটা করা যায়

  • # প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন(কোন কোন কম্পিউটারে F2 বাটন) চেপে Bios-এ প্রবেশ করুন।
  • # Power Management Setup নির্বাচন করে Enter চাপুন।
  • # এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন।
  • # Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ আপনি যে সুইচ চেপে কম্পিউটার চালু করতে চান সেইটি Set করে নিন। তারপর থেকে আপনি ঐ সুইচটি প্রেস করলেই আপনার কম্পিউটার চালু হবে।

*** কোন কোন মাদারোর্ড এটি সাপোর্ট নাও করতে পারে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই এটি কার্যকরী ***।***

ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য।
আশা করি মন্তব্য করবেন।

Level 0

আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি বোর্ডের সাহায্যে চালু করুন আপনার কম্পিউটার (মিনি কপি পেষ্ট টিউন–জানা থাকা ভাল)- টিউনটি হয়েছে ২৭/১২/১০ https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/46446/ এখানে দেখুন

একই টিউন দুইবার দেখতে কি ভাল লাগে ?

amar jana chilo na

আমার মনে হয় আপনারা টিউন করার সময় চার্জ ইঞ্জিন যেমন ইউজ করেন্না এবং খুব একটা টিউনও পড়েন্না,
তাহা না হইলে এই টিউনটা এখনো ২য় পাতায় আছে কিন্তু আপনার চোখে পড়লানা!

এটা জানতাম… কিন্তু চেষ্টা করা হয় নাই, এখন দেখি…

এই পদ্ধতি যারা জানে না তাদের জন্য একটা মজার খবর দিয়েছেন হিরক ভাই। কিন্তু আরোও একটা কথা মনে হয় লেখতে ভুলে গিয়েছেন সেটা হলঃ প্রথম বার অন করার সময় অবস্যয় পাওয়ার বাটনে চাপ দিয়ে অন করতে হবে। এবং তার পরে কম্পিউটার অফ করলে এই পদ্ধতি কাজে লাগবে। মনে রাখার বিষয় হচ্ছেঃ সব সময় আপনার মাল্টি-প্লাগ অন রাখতে হবে। অফ করলেই আবার পাওয়ার বাটনে চাপ দিয়েই অন করতে হবে।

    @ আমিনুল ভাই আপনি ঠিকই বলেছেন।

হুম দারুন খবর ধন্যবাদ শেয়ার করার জন্য।

bhai!!!!!!!!!! amar asus laptop e power management option nai………..ami ki korte pari???????

Ami khubi bipode asi……….amay bachan………sonechi power on korar naki ekta software ase?/??