কিছু দিন আগে কোন উইন্ডো বা ওয়েবপেইজের স্ক্রীনসট নেওয়ার জন্য কয়েকটি টিউন দেখেছিলাম। যেগুলোর জন্য প্রয়োজন সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল করার। এখণ আমার টিউনে দেখুন কোন প্রকার সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল ছাড়ায় কি ভাবে উইন্ডো বা ওয়েবপেইজের স্ক্রীনসট নেওয়া যায়।
আমার লেখায় কেউ উপকৃত হলে অবশ্যই মন্তব্য দিবেন। আশা করি ওয়েব গ্রাফিক্স ডিজাউনারদের জন্য এটি কাজে লাগবে।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ভাই আপনার একটা ভুল হয়েছে (Ctrl+Print Screen SysRq ) এ পরিবর্তে (Alt+Print Screen SysRq) হবে……
হাবিবুর ভাই,
একাধিক উইন্ডোর স্ক্রীনসট নিতে Ctrl+Print Screen SysRq একত্রে চাপলে তো একাধিক উইন্ডোর স্ক্রীনসট আসে না বরং সম্পূর্ণ উইন্ডোরস্ক্রীনসট আসে।নির্দিষ্ট উইন্ডোর স্ক্রীনসট নিতে Alt+Print Screen SysRq চাপলে কাজ হয়। আর এই বিষয়টি নিয়ে আগেও টিউন করা হয়েছে।
ভাই আপনার একটা ভুল হয়েছে (Ctrl+Print Screen SysRq ) এ পরিবর্তে (র্দট+Print Screen SysRq) হবে……