উইন্ডোজ ভিস্তা ইন্সটল করুন পেনড্রাইভ থেকে

সবাইকে সালাম। সময়ের অভাবে এত দিন লিখতে পারিনি। আমার আগের টিপস টি যদি install windows xp from pen dirve. পেরে থাকেন তাহলে এই টিপস টি আরো সহজ। কারন এটি তে কোন software লাগে না।

Windows Vista Pen Drive থেকে install করতে হলে আপনার লাগবে

  • একটি 8 Gb pen drive
  • windows vista cd

এই program windows vista তে করতে হবে।

  • প্রথমে আপনার পেন ড্রাইভটি ntfs এ fomat করে নিন।
  • run এ গিয়ে cmd লিখে enter দিন।
  • command promot এ type করুন “diskpart”

124.jpg

  • এর পড় টাইপ করুন “list volume”
  • আপনার hard drive এবং pen drive এর volume গুলো দেখাবে।

218.jpg

  • এবার type করুন select Volume 3 “pen drive যেটিতে show করবে সেটি”
  • active টাইপ করুন
  • দেখাবে your volume is active.
  • exit দিয়ে বের হয়ে যান।
  • এবার আপনার vista cd search দিয়ে bootsect.exe file টি বের করুন এবং কপি করে যেকোন hard drive এ folder করে রাখুন।
  • run menu তে গিয়ে cmd type করে enter দিন
  • টাইপ করুন bootsect.exe(space)/nt60

দেখাবে bootcode was successfully update on all terget volume.

315.jpg

  • এবার vista cd থেকে নিম্নের ফাইলগুলো pen dive এ কপি করুন।
    boot folder
    sources
    setup.exe
    autorun
    bootmgr
  • BIOS এ গিয়ে boot Device গিয়ে first boot form flash drive করে দিন।

হয়ে গেল আপনার vista bootable pen drive.

Level 0

আমি MONIR-ctg2009। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনকে ভালভাবে উপভোগ করতে চেষ্টা করি। টাকা আয় করতে ভাল লাগে।কিন্তু রাখতে পারিনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনির ভাই ভাল টিউন তবে আপনার স্ক্রীনশটগুলো ভালভাবে আসে নাই। আপনি এডিটিং করে পিকচার অপশনে সম্পূর্ণ আকারে সিলেক্ট করে আসুন তাহলে ছবি গুলো সম্পূর্ণ আকারে আসবে।

Level 0

বুট ফাইল কোথায় পাওয়া যাবে “যদি আমার কাছে না থাকে” ?

ভাই আপনার টিউনটি খুব ভাল হয়েছে। তবে আট গিগা পেনড্রাইভ যোগাড় করার পর তা ব্যবহার করব ।
—– ভাল থাকেন।