জেনে নিন সেনাবাহিনীর মিশনে ব্যাবহৃত কিছু সাংকেত

আমার দ্বীতিয় টিউনে সবাইকে ‘নিউ ইয়ার’ এর আগাম শুভেচ্ছা।

সেনাবাহীনির প্রতি কার কতটুক আগ্রহ আছে জানি না, তবে আমার প্রচন্ড আগ্রহ থাকা সত্তেও আমি এখনও সেনাবাহীনিতে চাচ্ঞ পাই নি।
যাই হোক, আমার এই আগ্রহ বশত কারনেই ইন্টারনেটে ঘাটাগাটি করে পেয়ে গেলাম সেনাবাহীনির মিশনে ব্যাবহৃত কিছু বিশেষ সাংকেতিক চিহ্ন। গ্রুপ মিশনে ব্যাবহৃত এই সংকেত গুলিকে তাদের ভাষায় বলা হয় স্ট্যান্ডার্ডাইজ হ্যান্ড সিগন্যালস্ (Standardized Hand Signals)

এখন সংকেত গুলি দেখুন আর মনে রাখার চেষ্টা করুন। কোন এক সময় কাজে লাগতেও পারে....

টিউনটি কেমন হয়েছে এ ব্যাপারে আপনার সংকেত অবশ্যই কাম্য !

(!পূর্বে আমার ব্লগে প্রকাশিত)

 

 

 

 

Level New

আমি রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

💡 হি হি হি এসব দিয়া আমি কি করব। তবে ছবি দেখে মজা পেলাম। ধন্যবাদ।

    এখান থেকে অনেক কিছু সিখার আছে

    এখন যৌবন যার, তারই যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়!!!!!!!!!!

ভালো হয়েছে

    Level New

    মন্তব্যে ভালো লাগল……….

    Level New

    শুকরিয়া……………….

ভালো হয়েছে

    Level New

    শুকরিয়া……..

Level 0

ok action !! yes sir
এরকম একটি পোস্ট করার জন্য ধন্যবাদ, জঠিল হইছে

    Level New

    আপনাকেও ধন্যবাদ এই মিশন সম্পর্কে মন্তব্য করার জন্য…..

    Level New

    থ্যাকং ইউ স্যার……আপনাদের মন্তব্যে মিশন সফল হল……

“সেনাবাহীনিতে চাচ্ঞ পাই নি” বলতে কী বুঝিয়েছেন? কমিশন্ড অফিসার (অফিসার ক্যাডেট) পদে আবেদন করেছিলেন?
আইএসএসবি-তে গিয়েছিলেন? আপনার কি মামা-খালু কেউ সেনাবাহিনীর বড় কোনো পদে আছে? যদি কেউ না থাকে তবে এই আশা ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। চাকুরীর জগতে এই বিভাগটাতেই সবচেয়ে বেশি দূর্নীতি হয়। শতকরা ৯৯% চাকুরী হয় কারো না কারো সুপারিশে।
(অপ্রাসঙ্গিক কথা বললাম বোধহয়, তবে কথা গুলো সত্যি।)

    Level New

    মুক্ত ভাই, আমি কমিশন্ড অফিসার পদের জন্য চেষ্টা করেছি। মামা-খালু কেউ সেনাবাহিনীর বড় কোনো পদে থাকলেই চাচ্ঞ পাওয়া যায় না, এমনটা আমি জানতাম। কারন আমার থাকা সত্তেও কাজ হয় নি। ওখানে যোগ্যতা দিয়েই চাচ্ঞ পেতে হয়।……’মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ’।

মুক্ত ভাই, আপনার সাথে একমত হতে পারলাম না। প্রতি বছর ৮০-৯০ জনের মত কমিশন্ড অফিসার হিসেবে নিয়োগ পায় ক্যাডেট কলেজের ক্যাডেটরা। সেই হিসেবে একজন ক্যাডেট হিসেবে এটুকু অন্তত জানি যে এক্স-ক্যাডেটদের BMA তে ঢুকতে কোন মামা খালু লাগে না। ক্যাডেত কলেজের বাইরে যারা চান্স পায়, তাদের ব্যাপার আলাদা, আমি জানি না। এক্স-ক্যাডেটরাই ঢোকে প্রায় ৭০% এর মত বা তার বেশি। তাহলে কিভাবে ৯৯% মামা খালু দিয়ে ঢোকে?? আর আমি নিজে যখন ISSB দেই, সেবার কয়েকজন এক্স-ক্যাডেটকে ISSB থেকে বের করে দেয়া হয়েছিল শুধুমাত্র তাদের সুপারিশ আসার কারনে। আমরা একসাথে যে ৯ জন BAF এ ঢুকি, তাদের কারো সুপারিশ লাগে নি, অন্তত আমার না। যোগ্যতা দিয়েই ক্যাডেটরা চান্স পায়, যারা BMA এর ১টা ব্যাচের ৭০%।

    সামাউন খালিদ ভাই, “এক্স-ক্যাডেটরাই ঢোকে প্রায় ৭০% এর মত বা তার বেশি” এই তথ্য আপনি কোথায় পেয়েছেন আমি জানিনা। আপনি কততম ব্যাচের জানলে ভালো হতো। 64-B ব্যাচে আমার পরিচিত ৩টা ছেলে নিয়োগ পেয়েছে, যাদের প্রত্যেককে বেশ বড়সড় অঙ্কের একটা টাকা ঢালতে হয়েছে। আপনার ব্যাচে যারা ঢুকেছে তারা নিশ্চয়ই তাদের ‘গোপন’ ব্যাপার আপনার সাথে শেয়ার করবেনা।
    আমি বুঝতে পারছিনা এসব এখানে বলা ঠিক হচ্ছে কিনা। আপনি খুব আগ্রহী হলে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি চান বিগত বছরগুলোতে কোন ব্যাচে কতজন এক্স-ক্যাডেট ঢুকেছে তার লিস্ট আমি দিতে পারি। আর 64-B তে পরিচিত ৩ জন টাকা দিয়ে ঢুকেছে, ঠিক আছে। ৩ জন দিয়ে তো আর ৯৯% হয় না। আর ৯৯% এর সবাই এইসব গোপন ব্যাপার নিশ্চয় আপনার সাথেও শেয়ার করবে না। তাই না? তাহলে জানলেন কিভাবে যে ৯৯% টাকা দিয়ে ঢোকে? আমার সময় ৯৩ জন এক্স-ক্যাডেট চান্স পেয়েছিল। শতকরা বের করতে পাড়েন। চাইলে অন্যবারের হিসাবটাও দিতে পারি। আর এসব উলটাপালটা কথা এখানে বলতে আসবেন না। পরে কিন্তু নিজেই বিপদে পরবেন। DGFI এর সোর্স এখানেও থাকতে পারে।

    Level New

    আপনার কথার সাথে একমত।…আর মন্তব্য করার জন্য শুকরিয়া…….!

চমৎকার টিউন ।

সুন্দর টিউন,আর সবাইকে বলবো সেনাবাহিনীর ব্যাপারে অন্তত উলটাপালটা মন্তুব্য করবেন না।দেশে সম্পদ থাকলে একমাত্র এটাই আছে। ধন্যবাদ টিউনের জন্য।

    Level New

    আউয়াল ভাই, খুব সুন্দর কথা বলেছেন ।..
    টিউনে মন্তব্য করার জন্য অনেক ধণ্যবাদ……..

Level 0

রাজ ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    Level New

    আপনাকেও অনেক ধন্যবাদ…………………..

@ Mukto- please don’t bullshit in a forum….about a matter,about which u doesn’t know anything…..take an open challenge in techtunes….i will give u 2 million taka…for a job as a long course officer of bd army….can you?and if u cant u have to pay in other way…..ok?

issb তে সিলেক্ট হওয়ার একমাত্র উপায় হলো DP viva তে DPকে impress করা।don’t mind Mr. RAJ may be something better awaits for you. এটা DP র dialogue.আর আমি বলবো,জটিল টিউন দিয়েছেন একটা।

মুক্ত ভাই ভয় পাইছে!!! আমিও এক্স ক্যাডেট। বাট আর্মি তে পরীক্ষা দেই নাই। আমার বন্ধুরা যারা ঢুকেছে তাদের কাউকে একটা টাকাও দিতে হয় নাই। আমার বন্ধুদের পারিবারিক কানেকশন সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিফহাল ছিলাম। কারো মামা-খালু ছিল না।