আমার দ্বীতিয় টিউনে সবাইকে ‘নিউ ইয়ার’ এর আগাম শুভেচ্ছা।
সেনাবাহীনির প্রতি কার কতটুক আগ্রহ আছে জানি না, তবে আমার প্রচন্ড আগ্রহ থাকা সত্তেও আমি এখনও সেনাবাহীনিতে চাচ্ঞ পাই নি।
যাই হোক, আমার এই আগ্রহ বশত কারনেই ইন্টারনেটে ঘাটাগাটি করে পেয়ে গেলাম সেনাবাহীনির মিশনে ব্যাবহৃত কিছু বিশেষ সাংকেতিক চিহ্ন। গ্রুপ মিশনে ব্যাবহৃত এই সংকেত গুলিকে তাদের ভাষায় বলা হয় স্ট্যান্ডার্ডাইজ হ্যান্ড সিগন্যালস্ (Standardized Hand Signals)।
এখন সংকেত গুলি দেখুন আর মনে রাখার চেষ্টা করুন। কোন এক সময় কাজে লাগতেও পারে....
টিউনটি কেমন হয়েছে এ ব্যাপারে আপনার সংকেত অবশ্যই কাম্য !
(!পূর্বে আমার ব্লগে প্রকাশিত)
আমি রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
💡 হি হি হি এসব দিয়া আমি কি করব। তবে ছবি দেখে মজা পেলাম। ধন্যবাদ।