পাসওয়ার্ড হারিয়ে যাওয়া M.S. Excel ফাইল এর পাসওয়ার্ড Remove করুন আর উদ্ধার করুন গুরুত্বপূর্ণ File

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে কিভাবে M.S. Excelফাইল এর পাসওয়ার্ড Remove করতে হয় তার নিয়ম,
প্রথমে এখান থেকে Excel Password Recovery Lastic এই সফট টি ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।

এবার Open বাটনে ক্লিক করে আপনার পার্সোয়ার্ড দেওয়া এক্সেল ফাইলটি দেখিয়ে দিন।

এবার Crack বাটনে ক্লিক করুন, কিছুক্ষন সময় অপেক্ষা করুন আর দেখুন নিচের মত লকটি ফাইলটির সাথে আরেকটি ফাইল আর এই হচ্ছে আমাদের Password Remove করা এক্সেল ফাইলটি।

বিঃদ্রঃ কাজটি করতে ইন্টারনেট কালেকশান/সংযোগ থাকতে হবে।

মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি

মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশীড সফটওয়্যার। স্প্রেডশীড বা ওয়ার্কশীট হচ্ছে মাইক্রোসফট এক্সেল  এর প্রধান অংশ। কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম টি চালু হলে যে স্ক্রীনটি পাওয়া যায় তাই স্প্রেডশীড বা ওয়ার্কশীট।

  • কলাম: A,B,C-এগুলো হচ্ছে কলাম।
  • রো : 1,2,3-এগুলো হচ্ছে রো।
  • সেল: ছোট ছোট আয়তাকার ঘর গুলো হচ্ছে সেল।
  • সেল এড্রেস: একটি সেল কোন কলাম এবং কোন রো তে আছে তার অবস্থান কে সেল এড্রেস বলে।

এর কাজ ও প্রয়োজনীয়তা

  • সকল প্রকার ব্যবসা বানিজ্যের হিসাব - নিকাশের যাবতীয় কার্যাবলী এক্সেলের মাধ্যমে করা যায়।
  • সকল প্রকরা হিসাবের তথ্যাবলী সরক্ষণ, সম্পাদন, মান যাচাই করা যায়।
  • ডাটাবেস কার্যাবলী সম্পাদন করা যায়।
  • কোন তথ্য বা ডাটা উচ্চ বা নিম্নক্রম অনুসারে সাজানো যায়।
  • মার্কশীট, সেলারীশীট, ক্যাশমেমো ইত্যাদি তৈরী করা যায়।
  • বাৎসরিক বাজেট প্রনয়ন।
  • আয়-ব্যয়ের হিসাব, উৎপাদন ব্যবস্থাপনা ইত্যাদি।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ

Level 0

আমি রণ তূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস