আমাদের অনেকের বাসার Lexmark 1320 প্রিন্টার খোজ করলে পাওয়া যাবে । Lexmark z645 এর পর বাজারে এর আগমন। Lexmark 1320 প্রিন্টার এর সাথে black28 কার্টিজ থাকে সেটি রিফিল হবেনা বলে কোম্পানির মতামত । অবশ্য এর পিছনে বড় কারন কার্টিজ এর উপরি ভাগে সেন্সর রয়েছে যেটি কালি রিফিল করতে গেলে নষ্ট হয়ে যায় এবং কার্টিজ অকেজো করে ফেলে।
রিফিল পদ্ধতি : ছবি অনুয়ায়ী কার্টিজ এর পাশে ছিদ্র করুন এবং 6 মিলি কালি প্রবেশ করান ও ছিদ্রটা মোম অথবা আঠা দিয়ে বন্ধ করে দিন ।
সাবধানতা : 1) ভালভাবে ছিদ্র বন্ধ করবেন
2) একদম কালি শেষ হবার আগে রিফিল করুন
আমি নদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি ট্রিকসটি ব্যবহার করে দেখেছেন? 28 Black কার্টিজে কালি থাকলেও সেটি দিয়ে প্রিন্ট করা যায়না যখন পিসি ডিটেক্ট করে কার্টিজ empty