মাত্র ৩০ সেকেন্ডে বের করুন যে কোন ব্যাংক লোনের হিসাব, কোন ঝামেলা ছাড়াই

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন।অফিসের কাজের ব্যাস্ততার মাঝে একটু সময় পেয়েই বসে পরলাম আপনাদের জন্য। আজ আমি আপনাদের মাঝে আর একটি টিউন উপহার দিচ্ছি, যদি কারও উপকারে আসে তাহলে স্বার্থক হব।

বর্তমানে এমন কেউ নেই, যে কোন ব্যাংক লোন নেন নি। আর এই লোনের হিসাব করার জন্য বা বোঝার জন্য ফোন করতে হয় ব্যাংকে। কিন্তু কেউ কি জানেন, কিভাবে এই হিসাব বের করা যায় তাও আবার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ? তো চলুন দেখেনেই কিভাবে সম্ভব

Bangla vedio Tutorial link  এখানে

১ম ধাপ 

প্রথমে Microsoft Excel ওপেন করুন, নিচের মত আসবে এটা আমরা সব্বাই জানি, এখন দেখানো নিয়ম ফলো করুন  (বি: দ্র:  Picture না দেখা গেলে Updete Browser / google chrome ব্যবহার করুন)

 

২য় ধাপ

এখন নিচের মত Insert এ  Click করে ৩য় ধাপে চলে যান

৩য় ধাপ

এবার Spreadsheet Solutions এ  click করে আপনার প্রয়োজনীয় sheet বাছাই করে  ok  চাপুন, ৪র্থ ধাপের মত

৪র্থ ধাপ

এই ধাপে দেখানো বিভিন্ন ধরনের  Spreadsheet আছে, আপনি ব্যাংক লোন হিসাব ছাড়াও অন্যান্য হিসাব যেমন - Billing Statement, Blood Pressure Tracker, Expense Report, Personal monthly Budget, Sales Report and  Office Time Card ইত্যাদি হিসাব নিকাশ করতে পারেন নিমিষেই। নিচের মত

৫ম ধাপ

উপরের কাজ শেষে নিচের দেখানো জায়গায় আপনার হিসাবের জন্য এমাউন্ট বসান (বিষদ চিত্রে নির্দেশিত আছে)

৬ষ্ঠ / (শেষ ধাপ)

আপাতত আপনার আর কোন কাজ নেই বুঝতেই পারছেন। আশা করি উপরের নিয়ম সঠিক ভাবে ফলো করলে নিচের মত সমস্ত হিসাব চলে আসবে। আর যদি কোন সমস্যা হয় তবে আমি তো আছিই।

Bangla vedio Tutorial link  এখানে

আরও কিছু জানার থাকলে আমাকে কল করতে পারেন 01717083357  অথবা  01915593585

ফেসবুকে আমি  facebook/mzu.mamun

আমার ওয়েব সােইট ঘুরে আসতে পারেন  http://www.dataforing.com

যাহোক, আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। আর ভাল লাগলে টিউনের নিচে লাইক বাটন এবং নির্বাচিত টিউন মনোনয়ন চাপতে ভুলবেন না যেন।

আশা করি এর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।

শেষ কথা

এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট  বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী টিউনে।

Level 0

আমি মোঃ আলমামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস