অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। অ্যান্ডয়েডচালিত স্মার্টফোনের লুকানো গেমসের কথা অনেকেরই অজানা। এই জনপ্রিয় অপারেটিং সিস্টেম এর প্রতিটি সংস্করনেই লুকানো রয়েছে ইস্টার এগ গেমস। আর মজার ব্যাপার হচ্ছে এই গেমসটি ইন্সটল না করেই খেলা যায়।
প্রথমেই আপনার স্মার্টফোনের মেনু থেকে Setting এ যান। এরপর About Phone/ About Tablet/ About Device এ যান।
পুরনো অ্যান্ডয়েড সংস্করনের ক্ষেত্রে About Phone অপশনটি ফোনের একবারে নীচের দিকে থাকবে।আর নতুন সংস্করনের ক্ষেত্রে About Phone অপশনটি Setting এ গিয়ে সেখান থেকে More অপশন এ গেলে পাওয়া যাবে।
এখন About Phone অপশন থেকে Android Version ফিল্ডটি খুঁজে নিন(পুরনো সংস্করনের ক্ষেত্রে)। নতুন সংস্করনের ফোন গুলির ক্ষেত্রে অপশনটি Software Info অংশে থাকবে।
এই ইস্টার এগ গেমস নামক গেমটি খেলার জন্য আপনাকে Android Version ফিল্ডটি খুঁজে বের করে তার উপর ৪-৫ বার চাপতে হবে। দ্রত চাপতে থাকলে আপনাকে সেখানে অ্যান্ডয়েড সংস্করনের লোগো দেখাবে। ওই লোগোটিতে চাপলে আপনি ইস্টার এগ গেমস খেলতে পারবেন। তবে অ্যান্ডয়েড সংস্করনের উপর ভিত্তি করে ইস্টার এগ গেমটি ভিন্ন হতে পারে। যেমন- জিঞ্জারব্রেডে জম্বি পেইন্টিং, হানিকম্বে ট্রন লিগ্যাসি গেমের অনুকরণে REZZZZZZZ এমন হতে পারে নামগুলি। আইসক্রিম স্যান্ডউইচে নিয়ান ক্যাটের অনুকরণে নিয়ান্ড্রয়েড। জেলিবিনে রেড জেলিবিন গেম। কিটক্যাটে ইংরেজি অক্ষর ‘কে’ এবং অ্যান্ড্রয়েড লোগো নিয়ে খেলা। এভাবে ললিপপ ও মার্শমেলো সংস্করণে ফ্লাপি বার্ড গেমটি খেলতে পারবেন।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনলাইন ইনকাম করতে চান ফ্রি রেজিঃ করলেই পাচ্ছেন ৩ ইউরো আর প্রতি ক্লিকেতো থাকছেই
http://brainbux.com/?ref=Rashidulislam