আয়কর রিটার্ন নিয়ে হতাশা আর নয়, নিয়ে নিন এক্সেল ভার্সন

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। ভাল থাকেন এই প্রতাশাই করি।আজ একটি টিউন উপহার দিচ্ছি, আশা করি উপকারে আসবে।

আয়কর রিটার্ন দাখিল একটি জামেলা পূর্ন কাজ, আর তাই আপনাদের মাঝে নিয়ে এলাম এক সমাধান  যা আপনার ঝামেলা কে কমিয়ে আনবে অনেক গুন। তাই আর কথা না বাড়িয়ে আসল কথায় আসি--

যাদের ই-টিন করা নেই তারা ই-টিন করে নিতে পারেন ----এখান থেকে 

ই-টিন এর সাইটে প্রবেশ করতে একটি সিকউরিটি অপশন আসতে পারে। অপশন টি কনফার্ম করলেই সাইটে প্রবেশ করবে।

এরপর--

প্রথমে ফাইলটি ডাউনলোড করে আপনার পিসি তে রাখুন।

তারপর ফাইল টি ওপেন করে ভাল করে দেখুন।

এখানে সর্ব মোট ১০ টি পেইজ আছে।

যার প্রথম ৮ টি হলো মূল পেইজ।

সর্ব শেষ দুটি হলো ক্যাশ ফ্লো ও ট্যাক্স পেইজ।

১ম পেইজ এর তথ্য পূরন করলে অন্যান্য সকল পেইজে তথ্য আপডেট হয়ে যাবে।

সকল তথ্য অত্যন্ত সতর্কতার সহিত পূরন করবেন।

আর অবশ্যই হিসাব নিকাশ ভালভাবে করে নিবেন।

 

 

ফা্ইল উনলোড লিংক >> এখানে

ফা্ইল উনলোড এ সমস্যা হলে জানাতে পারেন  [email protected] / 01717083357

মেইল করলে ফাইল এটাচ করে পাঠিয়ে দেয়া যাবে।

এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি এর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।আর টিউন টি পূর্বে টিউন হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। যেকোনো ধরনের প্রশ্ন থাকলে টিউনমেন্টে জানাতে পারেন। যেকোনো প্রয়োজনে ফেসবুকেও মেসেজ দিতে পারেন। fb/mzu.mamun

Web site - http://www.dataforing.com

টিউন-টি ভাল লাগলে সবার সাথে শেয়ার করুন।

Level 0

আমি মোঃ আলমামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস