আমি এক জন নুতন টিউনার ! তাই কোন ভুল হলে আশা করি ভুলটি আমাকে ধরিয়ে দিবেন। আজ আমি আপনারদের ISO ফাইল রাইট (সিডি বা ডিভিতে) করার একটি সফটওয়্যার সম্পর্কে বলব সফটওয়্যারটির নামে হচ্ছে BURNCDCC এ সফটওয়্যার সাহােয্য আপনি খুব সহজে ISO ফাইল রাইট করিতে পারেন। আর কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে মাত্র ৬০ kb RAR(রার) ফাইল টি ডাউনলোড করে নিন।
এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
ডাউনলোড করার পর .RAR ফাইল থেকে BURNCDCC.EXE সফটওয়্যারটি বের করে নিন। তারপর সফটওয়্যার ওপেন করেন
নিচে চিত্র দেখুন
চিত্রের ১ নাম্বার Browse করে আপনার ISO ফাইলটি ওপেন করে নিন।
চিত্রের ২ নাম্বার copyright speed(আপনার ইচ্ছা মত দিন) তারপর
চিত্রের ৩ নাম্বার এ Start এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
কিছুক্ষনের মধ্যে আপনার ISO ফাইলটি Boot(CD,DVD) মুড এ তেরি হয়ে যাবে।
যদি আমার টিউনে কোন ভুল হয় তাহলে আমাকে মন্তবের মাধ্যমে জানাবেন।
আমি মতিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম টিউন ভালো হয়েছে,সামনে আর ও ভালো কিছু আশা করি।ধন্যবাদ