আমাদের অনেক সময় ফাইল রিনেম করতে হয়। একটা দুইটা ফাইল রিনেক করা কোন সমস্যাই না কিন্তু যখন অসংখ ফাইল রিনেম করতে হয় তখন কান দিয়ে ধোয়া বেরুনোর উপক্রম হয়। আমরা অনেক সময় গানের সাথে হাবিজাবি লেখা দেখি এগুলো কাটতে গেলে অনেক সময় লাগে এজন্য এপথে এগুই না। আবার ইচ্ছেও করে ইশ সব গানের সাথে যদি আমার নাম লেখা যেত সব অক্ষত রেখে। আমি আগে গানের সাথে অ্যালবামের নাম লিখতাত একটা একটা করে রিনেম করে, যা ব্যাপক সময়সাধ্য এবং বিরক্তিকর। আজকের আলোচ্য সফটওয়ারের মাধ্যমে আপনি রিনেম করায় এক ব্যাপক স্বাধীনতা পাবেন।
ব্যাবহারের নিয়মাবলী:
এটি চালতে এক্সপি ব্যাবহারকারীদের মাইক্রোসফট নেট ফার্মওয়ার দরকার হবে এখান থেকে ডাউনলোড করতে পারেন।
অনুরোধে মিডিয়াফায়ার লিংক সংযোজন করা হল
সাইজ মাত্র ৬৬৯ কিলোবাইট।
উপরের সাইটে যান এবং পোষ্টের নীচের দিকে লেখা DIRECT DOWNLOAD অথবা, MEDIAFIRE LINK লেখাতে ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে আশাকরি সবার কাজে লাগবে।
আমি আশিফ শাহো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"একটা বাইক আছে ওটা দিয়ে রাস্তাঘাটে, আর একটা মডেম আছে ওটা দিয়ে ফোরামে এবং ব্লগে ঘুরে বেড়াই"
ডাউনলোড লিংক কাজ করে না।