ফাইল রিনেম করুন তুড়িতে ফাইলের সংখা সমস্যাই না

আমাদের অনেক সময় ফাইল রিনেম করতে হয়। একটা দুইটা ফাইল রিনেক করা কোন সমস্যাই না কিন্তু যখন অসংখ ফাইল রিনেম করতে হয় তখন কান দিয়ে ধোয়া বেরুনোর উপক্রম হয়। আমরা অনেক সময় গানের সাথে হাবিজাবি লেখা দেখি এগুলো কাটতে গেলে অনেক সময় লাগে এজন্য এপথে এগুই না। আবার ইচ্ছেও করে ইশ সব গানের সাথে যদি আমার নাম লেখা যেত সব অক্ষত রেখে। আমি আগে গানের সাথে অ্যালবামের নাম লিখতাত একটা একটা করে রিনেম করে, যা ব্যাপক সময়সাধ্য এবং বিরক্তিকর। আজকের আলোচ্য সফটওয়ারের মাধ্যমে আপনি রিনেম করায় এক ব্যাপক স্বাধীনতা পাবেন।

ব্যাবহারের নিয়মাবলী:

  • * প্রথমে সফটওয়ারটি ইনষ্টল করুন
  • * সফটওয়ারটি চালু করুন
  • * 'Current Directory' লেখার ডান পাশ থেকে আপনার ফাইলের লোকেশনে যান
  • * যে ফাইলগুলোর নাম পরিবর্তন করতে চান সেগুলো মার্ক করুন সব ফাইল করতে চাইলে রাইট ক্লিক করে "Mark All" সিলেক্ট করুন।
  • * নিচে বাম পাশ থেকে Space, Text, Number, Date and Time, Path ইত্যাদি Add করতে পারবেন এবং Space, Text, Number, Date and Time and Change case, Split, Replace etc Remove করতে পারবেন।
  • * কাজ শেষে উপরে বাম পাশ থেকে রিনেম বাটনে ক্লিক করুন।
  • * একটি মেসেজ আসবে Proceed করুন
  • * কিছুক্ষনের মধ্যেই ফাইল রিনেমের কাজ সম্পন্ন হবে।

এটি চালতে এক্সপি ব্যাবহারকারীদের মাইক্রোসফট নেট ফার্মওয়ার দরকার হবে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে যান

অনুরোধে মিডিয়াফায়ার লিংক সংযোজন করা হল

সাইজ মাত্র ৬৬৯ কিলোবাইট।

উপরের সাইটে যান এবং পোষ্টের নীচের দিকে লেখা DIRECT DOWNLOAD অথবা, MEDIAFIRE LINK লেখাতে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে আশাকরি সবার কাজে লাগবে।

ব্যাবহারের নিয়মাবলী:

* প্রথমে সফটওয়ারটি ইনষ্টল করুন
* সফটওয়ারটি চালু করুন
* 'Current Directory' লেখার ডান পাশ থেকে আপনার ফাইলের লোকেশনে যান
* যে ফাইলগুলোর নাম পরিবর্তন করতে চান সেগুলো মার্ক করুন সব ফাইল করতে চাইলে রাইট ক্লিক করে "Mark All" সিলেক্ট করুন।
* নিচে বাম পাশ থেকে Space, Text, Number, Date and Time, Path ইত্যাদি Add করতে পারবেন এবং Space, Text, Number, Date and Time and Change case, Split, Replace etc Remove করতে পারবেন।
* কাজ শেষে উপরে বাম পাশ থেকে রিনেম বাটনে ক্লিক করুন।
* একটি মেসেজ আসবে Proceed করুন
* কিছুক্ষনের মধ্যেই ফাইল রিনেমের কাজ সম্পন্ন হবে।

এটি চালতে এক্সপি ব্যাবহারকারীদের মাইক্রোসফট নেট ফার্মওয়ার দরকার হবে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

Level 0

আমি আশিফ শাহো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"একটা বাইক আছে ওটা দিয়ে রাস্তাঘাটে, আর একটা মডেম আছে ওটা দিয়ে ফোরামে এবং ব্লগে ঘুরে বেড়াই"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক কাজ করে না।

    এখানে লেখাটাতে ক্লিক করেন।

    জি ভাই উক্ত সাইটির লিংকটি কাজ করছে না

    আমি এইমাত্র চেক করলাম সবতে ঠিকঠাকমত কাজ করছে, “এখানে” লেখাটাতে ক্লিক করুন, এবং যে পেজটি আসবে সেখানে নীচের দিকে থাকা Direct Download লেখাটাতে ক্লিক করুন, এবং কিছুক্ষন অপেক্ষা করুন তাহলেই ডাইনলোড শুরু হবে।

    আপনি অন্য কোন ফাইল হোস্টিং সাইট এ আপলোড করে দিন যাতে ডাউনলোড করা সুবিধা হয়!

দেখি কাজ হয় কি না…..
ধন্যবাদ…….

দয়া করে Mediafire এ আপলোড করুন। আপনার দেয়া সাইট থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।

    Mediafire এ আপলোড করা হল এখন “এখানে” লেখাতে ক্লিক করলে, আগের লিংকটির সাথে সাথে মিডিয়াফায়ার লিংকটিও দেখা যাবে।
    ধন্যবাদ

Mediafire এ আপলোড করা হল এখন “এখানে” লেখাতে ক্লিক করলে, আগের লিংকটির সাথে সাথে মিডিয়াফায়ার লিংকটিও দেখা যাবে।
তারপরও কারও সমস্যা হলে আমাকে বলেন আমি মেইল করতেছি।

    ধন্যবাদ আপনাকে। আমি ReNamer নামের একটি সফটওয়্যার ব্যবহার করি। একই কাজ করার জন্য। এটাও ট্রাই করে দেখতে পারেন – ডাউনলোড এখানে

আমfর দেয়াটাই বেশি সহজ মনেহল।
আর আমারটায়া একটা সুবিধা হল একাধিক ফাইলে যেমন নতুন কোন লেখা যুক্ত করা যায় তেমনি লেখা ডিলিট করাও যায়।

ধন্যবাদ শেয়ার করার জন্য।