প্রিয় টেকটিউনার বন্ধুরা, সম্প্রতি আমার মাউসের একটা সমস্যা দেখা দিয়েছিল। আমার পরিচিত আরো অনেকেরই এই সমস্যা হয়েছিল। সমস্যাটা হলে মাউস দিয়ে single click করা যায় না।করতে চাইলেও double click হয়ে যায়। অথচ একই মাউস অন্য পিসিতে লাগালে ঠিকই চলে। Control Panel থেকে বিভিন্নভাবে mouse property change করেও কোন লাভ হয় নি। Googling করে আমি এর সমাধান পেয়েছি।সবার জন্য তা শেয়ার করলাম।
এটা আমার প্রথম পোস্ট। কারও কাজে লাগলে ভালো লাগবে।সবাইকে ধন্যবাদ।
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jantam na
dhonnobad