Mouse Double Clicking সমস্যা ও তার সমাধান

প্রিয় টেকটিউনার বন্ধুরা, সম্প্রতি আমার মাউসের একটা সমস্যা দেখা দিয়েছিল। আমার পরিচিত আরো অনেকেরই এই সমস্যা হয়েছিল। সমস্যাটা হলে মাউস দিয়ে single click করা যায় না।করতে চাইলেও double click হয়ে যায়। অথচ একই মাউস অন্য পিসিতে লাগালে ঠিকই চলে। Control Panel থেকে বিভিন্নভাবে mouse property change করেও কোন লাভ হয় নি। Googling করে আমি এর সমাধান পেয়েছি।সবার জন্য তা শেয়ার করলাম।

  • ১. প্রথমে MouseFix zip জিপ ফাইলটি ডাউনলোড করুন।(২৬কি.বা.)
  • ২. C:\Program Files\ ফোল্ডার-এ MouseFix নামে একটা ফোল্ডার তৈরি করে MouseFix.exe এবং MouseFixDll.dll ফাইল দুটি সেখানে extract করুন
  • ৩. MouseFix.exe ফাইল-এর একটি shortcut তৈরি করুন
  • ৪. C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup\  ফোল্ডার-এ shortcut-টা paste করুন
  • ৫. পিসি Restart করুন।

এটা আমার প্রথম পোস্ট। কারও কাজে লাগলে ভালো লাগবে।সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jantam na
dhonnobad

আগুন্তুক ভাই, আপনাকেও ধন্যবাদ

carry on………………………

প্রথম পোষ্টভালো হয়েছে ধন্যবাদ আপনাকে। সামনে এগিয়ে যান সাথে আছি ইনশাআল্লাহ।

সুন্দর হযেছে , ধন্যবাদ ।

উৎসাহ দেয়ার জন্য সব্বাইকে অশেষ ধন্যবাদ

সাহায্য চাই সাহায্য চাই সাহায্য চাই=> কয়েকদিন আগে টিটিতে একটি এই রকম টিউন হয়েছিল (নিজেই করুন মোবাইলের ফ্ল্যাশ)। আমি Software টি download করে install যেই দিতে গেলাম, সেই দেখি software এর Language পরিবর্তন হয়ে গেছে।তখন আমি ভাবলাম টিটিতে টিউনটি দেখে দেখে কাজটি সম্পন্ন করবো। যেই না কথা সেই কাজ। কিন্তু আমার মাথায় বুদ্ধি ছিল না যে আমি আমার মোবাইল থেকে Internet use করি। যেইনা ফ্ল্যাশ করতে গেলাম দেখি NET কানেকশন অফ হয়ে গেছে।আসলে অফ হওয়ারই কথা।তখন চিন্তা করলাম, দরকার নেই আমার ফ্ল্যাশ দেয়ার বাবা। ঠিক তখনই NET কানেকশন দিতে যাই দেখি যে আর NET কানেকশন নিচ্ছে না।অনেক বার চেষ্টা করলাম প্রয়োজনে পুনরায় pc suite install দিলাম তারপরেও হচ্ছে না। আর হ্যাঁ কে যেন একদিন বলেছিল pc suite দিয়ে NET কানেকষ্ট না দিয়ে ডায়লার বানিয়ে নিতে।কিন্তু কিভাবে ডায়লার বানাই তা আমার জানা নেই। কিভাবে করলে কাজটি হবে কেউ যদি বিস্তারিত একটু বলতেন খুবই উপকার হতো।আমার ইমেল করতে [email protected]