একটি সহজ ও কাজের টিপস জানাতে আসলাম. তো দেখে নিন।
ধরুন, আপনার কাছে Dhaka.txt, Chittagong.txt, Rajshahi.txt, .txt, Barisal.txt ও Sylhet.txt নামে ছয়টি টেক্সট ফাইল আছে।
এই ফাইলগুলির সব তথ্য Bangladesh.txt নামে একটা ফাইলে আনবেন। এজন্য যা করতে হবে-
Start Menu–>Run এ cmd লিখে এন্টার দিন। ডস প্রম্পট রান হবে। যেখানে ফাইলগুলি আছে সেই লোকেশনে যান।
এবার নিচের কমান্ডটি দিন।
copy/b Dhaka.txt+Chittagong.txt+Rajshahi.txt+Khulna.txt+Barishal.txt+Sylhet.txt Bangladesh.txt
অথবা,
copy/b *.txt Bangladesh.txt (তবে এই ক্ষেত্রে ফোল্ডারটিতে উল্লেখিত ফাইলগুলি ছাড়াও যদি অন্য টেক্সট ফাইল থাকে তা ও এক হয়ে যাবে।)
কারো জানা থাকতে পারে কিনাবা কারো জন্য নিছক অপ্রযোজনীয় মনে হতে পারে। তারপর মহাজ্ঞানীদের ভিড়ে আমার জান ছোট এই টিপস টি প্রকাশ করলাম।
Thanks stay closer..........
Rasel
আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি নিয়ে থাকতে ভালবাসি। গত তিন বছর নিজের চেষ্টায় বিনা প্রশিক্ষণে অনেক কিছু শিখেছি। আরো কিছু শিখতে চাইছি। ইচ্ছা আছে প্রযুক্তি নিয়ে নিজের ক্যারিয়ার গড়া কিন্তু অনেক বাধা তার পর ও...................................................
ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য,
দরকার পরলে দেখব চেষ্টা করে।