ফোল্ডার পাসওয়ার্ডে নিরাপদ করা হয় বিভিন্ন প্রয়োজনে। ১. রিসার্চ, ২. গোয়েন্দাগিরি ৩. অফিসের গোপন কাজ ৪. চাইল্ড লক ৫. সাংবাদিকদের গোপন তথ্য ইত্যাদি এই রকম অনেক কারনে ফোল্ডার পাসওয়ার্ডে নিরাপদ করা হয়।
আপনি চান লক করতে আপনার কোনো ফোল্ডার যেখানে গোপন কাজ আছে। আপনার গোপন ফোল্ডারের নাম এখানে যেমন উদাহরণ হিসাবে > PHDResource, নিচের স্ক্রিনশটে দেখুন।
এখন নিচের কোড কপি ও পেস্ট করুন Windows এর Accessories > Wordpad এর মধ্যে।
cls
@ECHO OFF
title Folder name
if EXIST "HTG Locker" goto UNLOCK
if NOT EXIST name goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren name "HTG Locker"
attrib +h +s "HTG Locker"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== phd123 goto FAIL
attrib -h -s "HTG Locker"
ren "HTG Locker" name
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md name
echo name created successfully
goto End
:End
এখন উপরে দেওয়া স্ক্রিপ্টের মধ্যে name ওয়ার্ডটা Replace করে আপনার গোপন ফোল্ডারের নাম দিয়ে দিন এখানে উদাহরণ হিসাবে PHDResources কারণ এখানে PHDResources নামে একটা ফোল্ডার আছে যা উপরে দেখানো হয়েছে। দেখুন নিচের স্ক্রিনশটে।
Replace করার পরে সমস্ত কোড কপি পেস্ট করুন Windows এর Accessories > notepad এর মধ্যে। এবার GIVE_PASSWORD_HERE এর জায়গায় আপনার নিজের পাসওয়ার্ড দিয়ে দিন। এখানে PHD333 উদাহরন হিসাবে দেওয়া হয়েছে। দেখুন নিচের স্ক্রিনশটে।
এবার notepad ফাইলটা সেভ করুন .bat এক্সটেনশন দিয়ে, সিলেক্ট করে All files (*.*) যা নিচের স্ক্রিনশটে দেখুন। এখানে LockDir.bat নাম দেওয়া হয়েছে, কিন্তু আপনি এখানে অন্য কোন নামও দিতে পারেন।
এখন ডবল ক্লিক করুন LockDir.bat ফাইলটা স্ক্রিপটা চালু করতে। যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি নিশ্চিতভাবে ফোল্ডার লক করতে চান কিনা তখন y দিন।
যখন আপনি y দিলেন এবং এন্টার মারলেন তখন আপনার ফোল্ডারটি অদৃশ্য ও লক হয়ে যাবে। যদি আপনি আবার ফোল্ডারটি দেখতে চান তবে LockDir.bat ফাইলটা ডবল ক্লিক করুন। নিচের স্ক্রিনশট দেখুন।
যখনই bat ফাইলে ডবল ক্লিক করবেন নিচে দেখানো স্ক্রিনশটের মত স্ক্রিন আসবে। এখন আপনার পাসওয়ার্ড PHD333 দিয়ে দিন যেটা আপনি আগে সেট করে রেখেছিলেন।
পাসওয়ার্ড দেবার পর আপনার locked ফোল্ডারটি আবার unlocked হয়ে যাবে এবং দেখা যাবে নিচের স্ক্রিনশটের মত।
১. আপনার দেওয়া ফোল্ডারের নামে কোনও স্পেস থাকবে না। যদি স্পেস থাকে তবে bat ফাইল কাজ করবে না।
২. বেশীর ভাগ ব্যবহারকারী বুঝতে পারবে না যে স্ক্রিপ্ট ফাইলের কাছে আপনার ফোল্ডারটি আছে। তবুও আপনি bat ফাইলের নাম win.bat বা system.bat দিয়ে রাখার চেষ্টা করবেন কারণ লোকে এই ফাইলগুলো ঘাটাতে চায় না।
৩. আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে স্ক্রিপ্ট ফাইলটাতে রাইট ক্লিক করুন। এবার মেনুর মধ্যে edit এ ক্লিক করে দেখে নিন আপনার পাসওয়ার্ড।
আপনি ওয়েবে অনেক ফ্রি সফটওয়্যার পাবেন কিন্তু সেগুলো সত্যিকারের ফ্রি নয়। কিছু সফটওয়্যার আছে ফ্রি ট্রায়াল ভার্সন, কিছু পাবেন কম সুবিধাযুক্ত ভার্সন যার Pro ভার্সনে সব সুবিধা থাকে যা কিনতে হয়। কিন্তু আমি আপনাদের সত্যিকারের ফ্রি সফটওয়্যার দিচ্ছি যাতে সব সুবিধাযুক্ত এবং ইউসার ফ্রেন্ডলিও। ডাউনলোড করুন সফটওয়্যারটি এখান থেকে।
ডাউনলোডের পরে আপনি lockdir.exe নামে একটা ফাইল পাবেন তাতে ডবল ক্লিক করলেই নিচের স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনাকে মাস্টার পাসওয়ার্ড দিয়ে Protect বটনে ক্লিক করতে হবে।
এখন মাস্টার পাসওয়ার্ড সেট করার পর আবার lockdir.exe ফাইলটাতে ডবল ক্লিক করুন এবং নিচে দেওয়া স্ক্রিনের মত যখন আসবে আপনার আগে সেট করা পাসওয়ার্ডটি এখানে দিয়ে OK করুন।
এবার নিচের ডায়লগ বক্সের স্ক্রিনশট লক্ষ করুন।
আপনার গোপন ফোল্ডারটা আনার জন্য Add Rule বটনে ক্লিক করুন উপরে দেওয়া স্ক্রিনের মত।
এবার নিচের স্ক্রিনে এফেক্ট দেখুন।
১.আপনাকে Browse বটনে ক্লিক করে ফোল্ডার আনতে হবে
২.Lock Folder এর পাশের বক্সে টিক দিতে হবে
৩.Unlock folder on-access with password এর পাশের বক্সে টিক দিয়ে Password ও Confirm Password দিয়ে OK করুন। এখন নিচের স্ক্রিন লক্ষ করুন।
এখানে দেখানো ফোল্ডারটা এখন Locked হয়েছে। পাসওয়ার্ড দিয়ে Unlock করার পর যদি আপনি ফোল্ডারটি দিয়ে কাজ না করেন সেটা ২ মিনিটের মধ্যে আবার Locked হয়ে যাবে যদি আপনি এই ডায়লগ বক্সে ২ মিনিট দিয়ে সেট করে রাখেন এবং আপনি চাইলে অন্য কোন সময়ও দিতে পারেন। এবার নিচের স্ক্রিনে দেখুন আপনার ফোল্ডার খুলতে গেলে কি দেখায়।
যখন কেউ ফোল্ডারটি খোলার চেষ্টা করবে তখন উপরে দেওয়া ডায়লগ বক্সটি আসবে যাতে পাসওয়ার্ড দিয়ে OK করতে হবে ২০ সেকেন্ডের মধ্যে।
যদি এই Unlocked ফোল্ডারটিতে ২ মিনিটের মধ্যে কোনো কাজ না করেন তবে এটা আবার Locked হয়ে যাবে ২ মিনিটের মধ্যে কারণ আপনি আগে এটা ২ মিনিট দিয়ে সেট করে রেখেছিলেন।
Unlocked ফোল্ডারটিতে কাজ করার পর এটা স্থায়ীভাবে unlocked হয়ে যাবে এবং যে কেউ এটা খুলতে পারবে। যদি ফোল্ডারটি আবার Locked করতে চান তবে আগের স্টেপগুলি আবার করুন বা Folder Path Status এ ক্লিক করে Locked করতে পারেন।
আমি WRITER BUDDHA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 234 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।