পুরাতন প্লাষ্টিক বোতল দিয়ে নানান কারসাজি

আসসালামুআলাইকুম

পুনরায় ব্যবহার করুন প্লাষ্টিকের পুরাতন বোতল

আমাদের প্রাত্যহিক জীবনে প্লাষ্টিকের বোতল খুবই পরিচিত এবং নিত্যব্যবহার্য একটি বস্তু। প্রতিনিয়ত আমরা বিভিন্ন কাজে এটি ব্যবহার করে থাকি। আর ব্যবহার শেষে এটি জায়গা পায় ডাস্টবিনে।

কিন্তু এই প্লাষ্টিকের বোতল দিয়ে কত কিছুই না করা যায়। আজ আপনাদেরকে পুরাতন প্লাষ্টিকের বোতল পুনরায় ব্যবহারের দশটি অসাধারণ জিনিস দেখাতে চলেছি। তবে আর দেরি কেন? চলুন দেখে নেয়া যাক কি কি করা যায় অব্যবহৃত প্লাষ্টিকের বোতল দিয়ে:

চামচ:

  • প্লাষ্টিকের বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ব্যবহার উপযোগি চামচ। কিভাবে ? দেখে নিন ভিডিওতে।

চামচ ৫

পানির পাত্র:

  • অব্যবহৃত প্লাষ্টিকের বোতল দিয়ে বানানো যায় পানি খাওয়ার মগ। আপনিও বানিয়ে নিতে চাইলে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

মগ

ব্রাশ হোল্ডার:

  • আপনার ব্রাশ, পেষ্টসহ আরও নানাজিনিস গুছিয়ে রাখতে প্লাষ্টিকের বোতল দিয়ে বানিয়ে নিতে পারেন একটি হোল্ডার।

ব্রাশ হোল্ডার

অরেঞ্জ জুস মেকার:

  • কমলালেবুর শরবত বা জুস কম-বেশি সবাই পছন্দ করেন। আর সহজেই কমলার জুস বানাতে প্লাষ্টিকের বোতল দিয়ে বানিয়ে নিতে পারেন জুস মেকার।

অরেঞ্জ জুস মেকার

ওয়াটার ফিল্টার:

  • প্লাষ্টিকের বোতল দিয়ে বানাতে পারেন পানির ফিল্টারও।

পানির ফিল্টার

লাইট হোল্ডার:

  • বৈদ্যুতিক বাল্ব হোল্ডার বানাতেও ব্যবহার করতে পারেন পুরানো প্লাষ্টিকের বোতল।

লাইট হোল্ডার

গ্যাস মাস্ক:

  • বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে প্লাষ্টিকের বোতল দিয়ে বাড়িতেই তৈরি করে নিন গ্যাস মাস্ক।

গ্যাস মাস্ক

জিপার লক্‌ড বক্স:

  • নিত্যপ্রয়োজনীয় ছোট-খাট জিনিস একত্রে রাখতে প্লাষ্টিকের বোতল দিয়ে বানানো যায় জিপার লক্‌ড বক্স।

জিপার লক বক্স

গিফট বক্স:

  • স্টাইলিশ গিফট বক্স বানাতেও ব্যবহার করা যায় অব্যবহৃত প্লাষ্টিকের বোতল।

গিফট বক্স

সাবান-শ্যাম্পুর ফেনা মেকার:

  • প্লাষ্টিকের বোতল আর মোজা দিয়ে শ্যাম্পুর ফেনা কয়েকগুণ বাড়িয়ে নিতে পারেন আপনি।

সাবানের ফেনা

দেখলেন তো ব্যবহারের পর যে প্লাষ্টিকের বোতল আপনি ময়লার ঝুড়িতে ফেলে দেন, তা আপনার কত কাজে আসতে পারে! তবে আর দেরি কেন? একে একে বানিয়ে ফেলুন প্লাষ্টিকের বোতল দিয়ে নানান ব্যবহার উপযোগি জিনিস।

ভিডিওটি দেখে নিন

আগে লিখেছিলাম যেখানে...

Level 0

আমি তৌহিদ সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নিস্কলুষ মন, সাধারণ জীবনযাপন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপ্রাসাঙ্গিক টিউমেন্ট ও স্পাম ‘টিটি’ এর নিতীমালা পরিপন্থি। দয়া করে বিরত থাকুন। 🙂

টিট’র সাথে টিটি কে নিয়ে এগিয়ে চলুন।