এবার একদম সহজেই হ্যাক করুন ওয়াইফাই পাসওয়ার্ড

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশাকরি সকলেই ভালো আছেন।

আজ আপনাদের জন্য হাজির হয়েছি অসাধারন ট্রিক্স নিয়ে। আর তা হলো কীভাবে অতি সহজেই কোন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন তা নিয়ে।

আপনারা হয়তো এর আগে এব্যাপারে আরো অনেক ট্রিক্স পেয়ে থাকবেন তবে এটি সবচেয়ে সহজ ও ১০০% কার্যকরী বলেই আমার ধারণা।আর এজন্য কোন অ্যাপের ও ফোন রুট করার প্রয়োজন নেই।

তো কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করি।

আপনারা হয়তো জানেন যে বর্তমানে প্রায় সকল সাইবার ক্যাফে ও অন্যান্য স্থানে ওয়াইফাই এর মাধ্যমে প্রতিটা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়ে থাকে। আর সব কানেকশনের অ্যাডমিন মোডের লগ ইন ডিটেইলস প্রায় একই। আর তা হলো

user - admin

password - admin

এবার আপনাকে যা করতে হবে। প্রথমে কোন সাইবার ক্যাফে কিংবা পরিচিত কারো (যে রাউটার ব্যবহার করে) কম্পিউটারে ব্রাউজারে যান। মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম ব্রাউজার হলে ভালো হয়।

আমি আপনাদেরকে টিপি লিঙ্ক রাউটার দিয়ে প্রক্রিয়াটি দেখাচ্ছি তবে সব রাউটারের ক্ষেত্রে প্রায় একইরকম সিস্টেম।

ব্রাউজারে tplinkwifi.net লিখে এন্টার চাপুন।

তাহলে নিচের মত একটা পেজ আাসবে

এবার

username ও password এর জায়গায় admin লিখে ক্লিক করুন। তাহলে নিচের মত একটা পেজ পাবেন

এবার Wareless লেখা অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ পাবেন।

এখানে আপনি রাউটারের ওয়াইফাই নেটওয়ার্কের নাম দেখতে পাবেন।

এবার Wareless Security লেখায় ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ দেখতে পাবেন।

এখানেই আপনার বহুপ্রতীক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন। এবার আপনার মোবাইল বা অন্য ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করে আরামসে নেট চালান একদম বিনামূল্যে।

অন্যান্য রাউটারের আইপিঃ

Tenda:

  • 192.168.0.1
  • 192.168.1.1

TP Link:

  • 192.168.0.1
  • 192.168.0.254
  • 192.168.1.1
  • 192.168.1.254
  • 192.168.10.1

Asus:

  • 10.10.1.1
  • 192.168.1.1
  • 192.168.199.1
  • 192.168.2.1

D Link:

  • 10.0.0.1
  • 10.0.0.2
  • 10.1.1.1
  • 10.1.1.3
  • 10.90.90.90
  • 192.168.0.1

Link sys:

Micronet:

  • 192.168.1.1

Totolink:

  • 192.168.0.1.
  • 192.168.1.1

Netgear:

Mikrotik:

  • 192.168.1.1
  • 192.168.88.1

Trendnet:

  • 10.0.0.2
  • 10.0.0.3
  • 192.168.0.1
  • 192.168.1.1

Zyxel:

  • 10.0.0.1
  • 10.0.0.138
  • 192.168.0.1
  • 192.168.1.1

টিউনটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না।

টিউনটি প্রথম প্রকাশিত এখানে

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাই তো আমার রাউটারের লগইন ডিটেইলস পরিবর্তন করে রেখেছি আর আমি ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াও ডিভাইস লক করে রাখি।

Level 0

উরি আল্লাহ!!
কি ট্রিক্সরে বাবা!!! ওয়াফাই হ্যাক করার জন্য যার ওয়াফাই হ্যাক করমু ওর বারিত যাওন লাইবে হের পরে অইতির পিসি অন কারা লাগবি হের পরে ওয়াইফাই কানেক্ট করা লাগবি হেরফরে…হেরফরে…হেরফরে…ডাকাইত সন্দেহ মাইরে লাল কইরি দেবানিরে সোনা মিয়া।

এত বুদ্ধি লইয়া ঘুমায় কেমনে পোলাপান???? কি আর কইতাম এই সোনা মিয়ারে।

নাহ… হলো না….

এইডা তো বাবা নতুন জিনিস না ২০১৬ সালে হওয়া পোলাপাইনেরাও জানে, তাই সবাই এখন রাউটারের দরজা খোলা রাখেনা

vai ai ta ke post korlen…..ata to হ্যাক na…আশা করি পরের বার এই রকম post করবেন না