কিভাবে একটি ইউটিউব এর ভিডিও কে Ranking করানো যায় (গোপন টিপস)

ইউটিউব এর ভিডিও Ranking করতে হলে  সবচেয়ে গুরুত্ব পূর্ন যে কাজটি সেটা হল ভিডিও SEO করতে হবে। এই SEO কাজটি কে আমরা ২ ভাবে  ভাগ করতে পারি।

১.     IN Video SEO (ভিডিও এর মাঝে যে SEO করা হয়)

২.    Out Video SEO (ভিডিও এর বাইরে যে SEO করা হয়)

IN Video SEO এর কাজ গুলো নি¤œরুপ।

১. কিওয়াড রিসার্স করে   ১০০ অক্ষরের একটি  টাইটেল  তৈরি করতে হবে।

২. কমপক্ষে ২৫০০ - ৩০০০ ১০০ অক্ষরের একটি সঠিক মান সম্পর্ন  ডিসক্রিপসান তৈরি করতে হবে। এর ভিতর অবশ্যই কিওয়াড গুলো লিখতে হবে।

৩. সঠিক  মানের   ট্যাগ নির্বাচন করতে হবে। ট্যাগ ৫০০ অক্ষরের লেখার চেস্টা করতে হবে।

৪. একটি স্পেসাল থাম্বেলিন তৈরি করতে হবে।

৫. ভিডিও ফাইলের  Properties  পরিবর্তন করতে হবে।

Out Video SEO এর কাজ গুলো নি¤œরুপ।

১. চ্যনেল আপটিমাইজ করতে হবে। তার মানে চ্যনেলের সৌন্দর্য বাড়াতে হবে।সমস্ত ফিল্ড সমুহ  পুরন করতে হবে।

২. ভিডিও এর উপর এ্যনটেশান অ্যড করতে হবে।তার মানে হচ্ছে ভিডিও এর উপরে অন্য ভিডিও এর টাইটেল সহ লিং যুক্ত করতে হবে।এটি ভিউ আনার জন্য খুবই গুরুত্বপুর্ন।

৩. বিভিন্ন সাইটে গিয়ে লিংক বিল্ডআপ করতে হবে।

৪. সকল সোসাল সাইটে ভিডিও এর লিংক শেয়ার করতে হবে। যেমন : ফেসবুক, টুইটার, গুগল প্লাস  ইত্যাদি।

৫. ভিডিও এর একটি প্লে লিস্ট তৈরি করতে হবে।

 

আপনাদের  বুজার সুবিধার জন্য আমি ভিডিও তৈরি করছি। এটা দেখার জন্য এখানে ক্লিক করুন।

 

আজ আমি সুধুমাত্র পয়েন্ট গুলো বর্ননা করলাম। এর পর প্রতিটি পয়েন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও  করব।

Level 3

আমি মো মনজুর মোরশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে গোপন তো কিছুই খুজে পাইলাম না ভাইয়া

    ওনার মতে এই গুলা কেউ জানে না। তাই ওনার কাছে গোপন।