আপনার Pendrive অথবা USB memorycard কে বানিয়ে ফেলুন RAM । একটা চমৎকার ট্রিকস ।

প্রথমেই টেকটিউনস এর সকল কে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ।আশা করি সবাই ভালো আছেন । আজকেই আমি প্রথম টিউন করছি তাই যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে তা হলে ক্ষমা করবেন ।আর কথা না বারিয়ে চলুন এবার মূল কথায় যাওয়া যাক ।

বর্তমানে আমাদের দেশের অনেক ইউসাররাই ব্যবহার করছেন Windows 7 কিন্তু প্রবলেম একটাই তা হল অত্যাধুনিক গ্রাফিক্স সিস্টেমের কারনে যাদের পিসির RAM বা Processor এর ক্ষমতা কম তারা প্রায়ই পিসি নিয়ে সমস্যায় পরেন তাদের পিসি স্লো হয়ে যায়,আর আমার
এ টিউনটি মূলত তাদের জন্যই । আমি আপনাদের যে প্রক্রিয়া বলব তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কে RAM এর সহকারি মেমোরিতে রূপান্তর করতে পারবেন।

প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memorycard ঢোকান। এর পর My Computer এ যান । এরপর সেখানথেকে আপনার Pendrive বা Memorycard এর Properties এ যান।

সেখাকার উপরের চিত্রের মতন ReadyBoost এ ক্লিক করুন ।সেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।

1. Do not use this device.
2. Dedicate this device to ReadyBoost.
3. Use this device.

এরপর সেখানথেকে 3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা অনুযায়ী মেমোরি ব্যবহারের জন্য নির্ধারন করুন বা 2. Dedicate this device to ReadyBoost. এ ক্লিক করার মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার পেনড্রাইভ প্রস্তুত । এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি মেমোরিতে রূপান্তরিত হবে । একবার পরখ করেই দেখুন ।

( এটা শুধুমাত্র Windows 7 এর জন্য ) ভাল লাগলে Comment করবেন প্লিজ ।

Level 0

আমি প্রতীক দ্যা বার্ড অব টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

٩(͡๏̯͡๏)۶˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·٩(͡๏̯͡๏)۶˙ __̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__゜ (◕‿-)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পদ্ধতিটা ইউজ করলে পিসি বা উইন্ডোজের কোন ক্ষতি হবে কিনা?
যদি না হয় বরং টিপসটা কাজ হয় তা হইলে এইটা অনেক ভাল একটা টিপস,
আপনাকে টিটিতে স্বাগতম,
এবং অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

    আপনাকে ও অনেক ধন্যবাদ Comment এর জন্য । এ পদ্ধতিটি Windows7 এর ই একটি Feature যা কিনা Microsoft প্রদত্ত । সুতরাং এটা কম্পিউটারের কোন ক্ষতি করবে না আপনি নির্দিধায় এটা ব্যাবহার করতে পারেন

আপনার টিউনটি হল windows7 ব্যবহারকারীদের জন্য কিন্তু অনেকই এক্সপি ব্যবহার করেন।
যারা এক্সপি ব্যবহার করেন তারা নিচের সফটওয়ারটি ব্যবহার করে এই কাজটি সফলভাবে করতে পারেন।
http://files3.download3000.com/download/a883df4ff98a6726cf2b0457e68ea158/178/47617/eboostr.exe

    রুহুল ভাই Link টা দেয়ার জন্য ধন্যবাদ । আশা করি এটা ও সকলের কাজে লাগবে ।

    আইটিপ্রেমী রুহুল ভাই আপনার দেয়া সফটি ডাউনলোড করে নিলাম কিন্তু ইহার ব্যবহার বিধিটা কি একটি বলা যায়?

    আতাউর ভাই আপনি নিচের পদ্ধতি অনুসরন করুন—–
    ১) সফটওয়ার সেটআপ দিন।
    ২) All Programs > eBoostr > eBoostr Control Panel রান করান এবং continue করুন।
    ৩) configure এ ক্লিক করে আপনার পেনড্রাইভটি দেখিয়ে দিন এবং ok করুন।
    ৪) এরপর কিছু সময় ধরে cache হয়ে একটিভ হবে।
    —————–@——————

    রুহুল ভাই আমার এটা খুব দরকার দয়া করে একটু খুজে দেখুন পাওয়া যাইয় কিনা এটার ফুল ভার্সন।

    আরিফ ভাই, ক্রাক ব্যবহার করে ফুল ভার্শন করা যায়। কিন্তু আমি যতগুলো ক্রাকের খোজ পেলাম সবই ভাইরাস বহন করছে । তাই শেয়ার করিনি। সিরিয়াল পেলে জানাবো।

    ভাই ‍আপনার লিংক টা ওপেন করতে পারছি না। বলেন তো কি করা যায়।

    রানা ভাই আপনি eBoostr 4.0 build 554 সফওয়ারটি নিচের সাইট হতেও ডাউনলোড করতে পারবেন। লিংকটি নিম্নরূপ——————
    http://download.cnet.com/eBoostr/3000-18512_4-10781844.html?tag=mncol;1
    🙂 🙂

অনেক অনেক ধন্যবাদ

আইটিপ্রেমী রুহুল ভাই আপনার দেয়া সফটি ডাউনলোড করে নিলাম কিন্তু সিরিয়াল কী চায়,
একটিভ করবো কিভাবে? সিরিয়াল কি অথবা কী জেন আছে নাকি ?

    রিয়াজ ভাই, আপাতত আমার কাছে ক্রাক বা সিরিয়াল কী নাই। পেলে অবশ্যই উপস্থাপন করবো। আপনি এটিকে continue করে একটানা দুই ঘন্টা চালাতে পারবেন। তারপর পিসি রিস্টার্টের মাধ্যমে আবার দুই ঘন্টা….

Level 0

ধন্যবাদ আপনাকে। এত টাকা দিয়ে RAM কিনার কি দরকার তাহলে?

ভালো লাগল। কিন্তু windows xp এর জন্য কি এমন কিছু আছে ভাই। থাকলে জানাবেন আশা করি। ধন্যবাদ টিউনের জন্য।

xp এর জন্য ফুল ভার্সন এইটা দেখেন।http://www.mediafire.com/?6ybr7en11afbz1t

Level 0

দ্যা বার্ড অব টেক ভাই, প্রথমে আপনাক স্বাগতম জানাই, নতুন জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

পেপার কাটিং,দৈনিক বাংলাদেশ প্রতিদিন।তবে ধন্যবাদ জানাই tt-তে দেয়ার জন্য।

    আমি দুখি:ত আপনি যদি মনে করেন তথ্য টা পেপার কাটিং থেকে নেয়া হয়েছে তা হলে এটা ভুল হবে। আমি তথ্য টা কোন পেপার কাটিং থেকে পাইনি, আমি এটা পেয়েছি Microsoft Help Centre থেকে আর বাংলাদেশে আমি একাই windows7
    ব্যবহারকারী নই তাই অনেকের আমার আগেই তথ্যটা জানা থাকতে পারে ।

Onek donnobad.
Apnader kotha moto sob kisu korle ki “My computer” ar “properties” e “RAM” besi dekhabe????

    এটা শুধু রেম এর সহায়তাকারী এটা RAM এর অতিরিক্ত মেমোরি ধারন করার মাধ্যমে computer speed up এর করে
    তাই My computer এর properties এ RAM বেশি দেখাবে না ।

very good , dekhi kal use kore dekhbo ekbar

অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

ধারুন স্পীড ভাই…।

ওয়াও ভাই খুব জটিল তো অনেক স্পীড ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ