সবাই কেমন আছেন ?আশা করি ভালই আছেন ।আজকে আমি এডসিন্স নিয়ে আলোচনা করব ।কারন অনেকে এডসিন্সের ব্যাপারে জানতে চায় ।সকলের সমস্যা একটাই এডসিন্স্ একাউন্ট এপ্রোভ হয়না ।
একটু চেষ্টা করলেই আপনি ও পারবেন আমার মত ২-৩ ঘন্টায় এডসিন্সএকাউন্ট এপ্রোভ করতে া
এডসিন্স নিয়ে ভূল ধারনা: এই কথাটি বললে অনেকের কাছে খারাপ লাগে যে ,এমন অনেক ডিজাইনার আছে তারা বলে যে বাংলাদেশে নাকি এডসিন্স একাউন্ট দেয়না এই কথাটি একে বারে মিথ্যা ।কারন তারা পারেনা বলে এই কথা বলে কারন ওয়েব সাইট বানানোর অনেকের হল এডসিন্স থেকে আয় করা ।এই দেশে এমন ও সাইট আছে যে তাদের প্রতি বছরে ব্যয় অনেক টাকা ।তাহলে তারা কি টাকা নিজের পকেট থেকে দেবে ।
এডসিন্স একাউন্ট এপ্রোভ করতে যা করনীয় : এই ব্যাপারে কি বলব যাক তারপর ও বলি এডসিন্স পেতে হলে আপনাকে ভালো মানের সাইট বানাতে হবে । তারপর সাইট টি কে সার্চ ইন্জিনে এড করতে হবে ।ভালো কিছু কন্টেন্ট থাকতে হবে ।বা আপনি hubpages.com or flixya.ocm or webly.com একাউন্ট খুলে ভালো টিউন করে দেখতে পারেন ।এই কাজ গুলো দেথতে পারেন ।
এবার আসুন পেমেন্ট নিয়ে আলোচনা করি :
আপনার যদি ১০০ ডলার হয় তাহলে নিশ্চয় চিন্তায় আছেন কিভাবে কি করবেন ?
পেমেন্ট নেওয়ার আগে অনুসরন করুন টি ধাপ :
এক:-পেমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার পে নেম চেক করবেন ।সবচাইতে গুরুত্ব পূর্ন হল আপনার ঠিকানা তার সাথে আপনার পেমেন্ট মেথড টি ও চেক করে নিবেন ।আরও তথ্যের জন্য এই লিংক থেকে জেনে নিতে পারবেন ।
দুই:-১০ ডলারের উপরের হলে আপনি টেক্স দিতে পারবেন ।টেক্স বেশির ভাগ সময় স্থানের উপর নির্ভর করে ।টেক্স দিতে হলে My Account-Tax Information এ গিয়ে টেক্স দিতে পারবেন ।
তিন:-পেমেন্ট মেথড নির্বাচন করন —দেশের উপর নির্ভর করে পেমেন্ট মেথড নির্বাচন করে নিবেন ।গুগল এডসিন্সে তিনটি পেমেন্ট মেখড আছে তাহল checks, Electronic Funds Transfer, and Western Union Quick Cash ।আর আপনাকে তা করার জন্য Account Settings এ ক্লিক করে Payment Information [edit] করে দিতে হবে । :.চার:-পিন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন :যখন আপনি verification threshold পৌছবেন তখন গুগল আপনাকে পার্সোনাল ভেরিফিকেশন কোড পাঠাবে ।আর পিন পেতে আপনাকে ২০ থেকে ৩০ অপেক্ষা করতে হবে ।স্থান ভেদে গুগল পিন না পাঠিয়ে মোবাইলে ও কোড পাঠিয়ে থাকে
পাচঁ:-সবশেষে আপনার একাউন্টে যখন ১০০ ডলার হবে তখন আপনি টাকা ওঠাতে পারবেন ।তবে যখন আপনার এই ৪ টি স্টেপে কাজ করার পর ১০০ ডলার হবে তার মানে ধরুনStandard delivery checks:-ইউ এস এ হলে ১-২ সপ্তাহ ইউ এসের বাইরে হলে ২-৪ সপ্তাহ
· Secure Delivery checks:-চেক পৌছতে সময় লাগবে ৫-৭ দিন
· EFT payments:- ব্যাংক একাউন্টে পৌছতে সময় লাগবে ২-৪ দিন ।
· Western Union Quick Cash payments::-লোকার এজেন্ট খাকলে পাবেন।
http://www.projuktimela.com
এটা কি লিখেছেন ভাই। আমার মনে হয় এটা কোন কাজের পোস্ট নয়।